মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

আব্দুল হান্নান, ১৮ জানুয়ারি, ২০২২
চট্টগ্রামের ডিসি সাহেব অতি উত্তম প্রস্তাব রেখেছেন। বর্তমানে মাধ্যমিক বিদ্যালয়গুলো বলতে গেলে ব্যবসাকেন্দ্রে পরিণত হয়েছে। অনেক বিদ্যালয়ের শ্রেণীশিক্ষকগণ শিক্ষার্থীদের প্রাইভেট পড়ার জন্য চাপ সৃষ্টি করছে। এছাড়াও অনেক অভিযোগ আছে মাধ্যমিক বিদ্যালয়গুলোর বিরুদ্ধে। সরকারের কঠোর হস্তক্ষেপ আশা করছি।
Asstt. Professor Obydul Haque, ১৮ জানুয়ারি, ২০২২
সরকার যদি না পারে এনটিআরসিএ বা কমিশনের মাধ্যমে নিয়োগ-প্রক্রিয়া করতে সে ক্ষেত্রে ডিসি মহোদয়দের ক্ষমতা দেয়া যেতে পারে। সেটি মন্দের ভালো।
Mst. Rashida Khanom, ১৮ জানুয়ারি, ২০২২
NTRCA এর মাধ্যমে নিয়োগ হলে উত্তম হবে পুল গঠণের কোন প্রয়োজন হবে না।
Snehashish Ali Khan, ১৮ জানুয়ারি, ২০২২
যে প্রতিষ্ঠানগুলোতে প্রধান শিক্ষক সরকারি আইনকে উপেক্ষা করে নিজ মনগড়া আইন চালান ( উদাহরন-বিদ্যালয়ের যে কোনো অনুষ্ঠান শিক্ষকরা তাদের অর্থ খরচ করবে, আর শিক্ষার্থীর কাছ থেকে যখন আদায় হবে তখন সেই টাকা শিক্ষকরা পাবে ) এই গুলো দেখবে কে? এই ধরনের অমানবিকতা থেকে পরিত্রানের কোনো কি উপায় হবে না? সহকারি শিক্ষকরা কবে পরিত্রান পাবে? কি উপায়ে পাবে এটাও বের করা দরকার নয় কি?