মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

MD. REZAUL KARIM, ২৫ জানুয়ারি, ২০২২
দেশের সর্বাপেক্ষা অনগ্রসর, দায়সারা এবং অবহেলিত খাতটির নাম হল শিক্ষাখাত। স্বাধীনতার ৫০ বছর পরেও যুগোপযোগী বিশ্বমানের শিক্ষা নীতিমালা তৈরী ও বাস্তবায়নে এগিয়ে আসেনি কোন সরকার বা রাজনৈতিক দল । এর ফলে সুশিক্ষার পরিবর্তে কুশিক্ষা সমাজে বহুগুণে প্রসারিত হয়ে সমাজিক মূল্যবোধকে গ্রাস করেছে ।
মো: ইব্রাহীম রেজা, ২৪ জানুয়ারি, ২০২২
শিগগিরই বলতে কত সময় তা বুঝা মুশকিল। এমন বলা হচ্ছে বহু দিন ধরেই।
Hasinur rahman, ২৪ জানুয়ারি, ২০২২
শিক্ষা আইনের খসড়া তৈরি করার পাশাপাশি শিক্ষকদের জাতীয়করণের আইনের খসড়া মন্ত্রিপরিষদের উপস্থাপন করা উচিত এতে উন্নতি হবে শিক্ষা ব্যবস্থার পাশাপাশি উন্নত হবে শিক্ষকদের জীবন মান নইলে বিষয়গুলো এক তরপায়ে থেকে যাবে সারা জীবন