ফাও খাটছেন না বরং ফাও নেয়ার পায়তারা করছেন অথবা ফাওনিচ্ছেন।
D M Nasimuddin, ২৮ ফেব্রুয়ারি, ২০২২
চুক্তি ভিত্তিক নিয়োগ প্রতিষ্ঠানের শৃঙ্খলা নষ্ট করতে পারে।
আবু বককর মিয়া, ২৮ ফেব্রুয়ারি, ২০২২
সহকারী শিক্ষকগন টিটকারি দিচ্ছে, আমার মনে হয় এটাই ওনাদের পাওনা।৩০/৪০বছর চাকুরি করার পরও এতো সখ কেন চাকুরি করার। নতুনদের সুযোগ না দিয়ে ওনারাই আজীবন করবেন।আর ম্যানেজিং কমিটিও পকেটের লোক রাখার জন্য পাগল হয়ে থাকে বিভিন্ন অপকর্ম করার জন্য।
BIKASH ROY, ২৮ ফেব্রুয়ারি, ২০২২
এত ঝামেলা না করে সরে গেলেই হয়। প্রতিষ্ঠান প্রধান হওয়ার জন্য অনেক মেধাবী মানুষ আছে।