মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

MD MILON SARKAR, ০৪ এপ্রিল, ২০২২
ক্লাস চললে কোন প্রবলেম নেই। তবে সব দিকে একটু নজর রাখলেই হবে
Mohammad ullah siddiqui, ০১ এপ্রিল, ২০২২
মোহাম্মদ উল্লাহ ছিদ্দিকী,সহকারী অধ্যাপক, বেঙ্গুরা সিনিয়র মাদরাসা বোয়ালখালী, চট্টগ্রাম। করোনার কারণে শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘ দিন বন্ধ থাকায় শিক্ষার্থীদের পড়া লেখার যে ক্ষতি সাধিত হয়েছে তা পুষিয়ে দিতে পবিত্র রমজান মাসে শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার বিষয়ে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা অবশ্য ভাল একটি সিদ্ধান্ত। তবে সকাল ৯.০০ থেকে বিকাল ৩.৩০ মিনিট পর্যন্ত যে সময় নির্ধারিত করা হয়েছে তার পরিবর্তন ঘটানো উচিত বলে মনে করি।কারণ পবিত্র রমজান মাসে এমনিতেই সেহরী খাওয়ার শেষে ফজরের নামাজ কালাম সমাপ্তির পর সবাই ঘুমিয়ে পড়ে। তাই সকাল ৯ ঘটিকার পরিবর্তে সকাল ১০ ঘটিকায় ক্লাস আরম্ভ হলে যথা সময়ে ক্লাসে উপস্হিত হওয়া যাবে এবং ছুটি বিকাল ৩.৩০ ঘটিকার পরিবর্তে বিরতিহীন ভাবে দুপুর১/২ পর্যন্ত ক্লাস নিলে সূচারো রুপে ক্লাস ও পড়া লেখা চলবে। মাঝখানে বিরতি দিলে শিক্ষার্থীরা রোজা রেখে ক্লান্তের অজুহাত দেখিয়ে ক্লাস থেকে পলায়ন করার সুযোগ পাবে। তাছাড়া সামনে দিনের পর দিন তাপমাত্রা বাড়তে থাকবে তাতে শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার সম্ভাবনা বেশী।তাই সার্বিক চিন্তা ভাবনা করে যে কয়দিন ক্লাস চালানো হবে তা বিরতিহীন ভাবে একটানা নেওয়ার জন্য শ্লিষ্ট কর্তৃ পক্ষের দৃষ্টিাকর্ষণ করছি।
Md. Jahidul Islam, ০১ এপ্রিল, ২০২২
dhonnobad
নুসরাত জাহান, ০১ এপ্রিল, ২০২২
আমর সন্তানের বয়স ৯ বছর সে গত দুই বছর থেকে ২০ টার বেশি করে রোজা করে এবছর সে আরো বেশি রোজা করবে বলেছে (ইনশাল্লাহ)। তাকে রোজা করতে না দিলে প্রচন্ড কান্নাকাটি করে। যেহেতু সে রোজা করবেই সেহেতু এত গরম (তাপদাহ) এর মধ্যে ক্ষতি পোষানোর লক্ষে রোজারত অবস্থায় স্কুলে পাঠিয়ে তার সর্বনাশ করার কোন ইচ্ছাই আমার নাই। রোজা শেষ হলে ইনশাল্লাহ আমার সন্তান স্কুলে যাবে। সকলেই আমার সন্তানের জন্য দোয়া করবেন। সে যেন এবার রমজানের সবগুলো রোজা সুন্দর ভাবে পালন করতে পারে।
DELOWAR HOSSAIN, ০১ এপ্রিল, ২০২২
প্রয়োজনে প্রতিষ্ঠানে ঈদ করব কিন্তূ শতভাগ বোনাস দিতেই হবে।
DELOWAR HOSSAIN, ০১ এপ্রিল, ২০২২
প্রয়োজনে প্রতিষ্ঠানে ঈদ করব কিন্তূ শতভাগ বোনাস চাই।