মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

Mohammad ullah siddiqui, ০৪ এপ্রিল, ২০২২
মোহাম্মদ উল্লাহ ছিদ্দিকী, সহকারী অধ্যপক- বেঙ্গরা সিনিয়র মাদরাসা,বোয়ালখালী, চট্টগ্রাম। একজন শিক্ষক একটি শিক্ষা প্রতিষ্ঠানে বেশ কয়েক বছর একটানা চাকুরী করার ফলে সে স্হানের জনগণ,অভিভাবক, ছাত্র-ছাত্রী অনেকটাই আপন জনের মত হয়ে যাওয়ার সুবাদে নিজ ইচ্ছাই প্রতিষ্ঠানে আসা যাওয়া করে, পাঠদানের তোয়াক্কা করেনা অনেকটাই প্রধানের কথাও মানতে চাইনা। তাই বদলীর ব্যবস্হা করলে এ গাফলতি থেকে অন্তত পরিত্রাণ পাওয়া যাবে,ফলে পড়া লেখার মান বাড়বে।তাই অতি সত্তর বদলীর ব্যবস্হা গ্রহনের জন্য কর্তৃপক্ষের সদয় মর্জি কামনা করছি।
Kuddusur Rahman, ০৩ এপ্রিল, ২০২২
ভাই মোহাম্মদ আলী, আপনি নিতান্তই সত্য কথা বলেছেন। শিক্ষার মান উন্নয়নে বেতন বৃদ্ধি ও বদলি উভয়ই জরুরী ভিত্তিতে প্রয়োজন। আপনাকে ধন্যবাদ।
Rafiqul islam, ০৩ এপ্রিল, ২০২২
খুবই বাস্তব কথা। কিন্তু সরকার এসব কথা শুনার ইচ্ছা নাই তাই শুনেনা।
Mst.Zobyda Akter, ০৩ এপ্রিল, ২০২২
এখন বেসরকারি শিক্ষকদের বদলি সময়ের দাবি। নতুন নিয়োগের আগে আমরা যারা এত বছর ধরে কাজ করছি তাদের কাংখিত জায়গার কাছাকাছি পোস্টিং পাবার অধিকার আছে বলে মনে করি।অনেক শিক্ষিকাকে তো চাকুরি ছেড়ে দেবার সিদ্ধান্ত ও নিতে হয় পরিবারের পাশে থাকার জন্য।
মাওলানা মো. আজহারুল করিম,সহকারী শিক্ষক, খালেদ হায়দার মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়,রামপুরা,ঢাকা।, ০৩ এপ্রিল, ২০২২
স্যার যথার্থই বলেছেন... সরকার এর পরেও যদি বদলি ব্যবস্থা চালু না করেন, সেটা হবে এমপিও ভূক্ত শিক্ষকদের দূর্ভাগ্য.....
মোঃওয়াহেদুজ্জামান, ০৩ এপ্রিল, ২০২২
বদলী অতীব জরুরি। বাস্তবায়ন হতে কত সময় লাগবে, জানার খুবই ইচ্ছা। ধন্যবাদ দৈনিক শিক্ষা ডটকম ও দৈনিক আমাদের বার্তা কে।