মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

A H M Shanaul Haque, ০৫ জুন, ২০২২
দুদকের প্রহসন আর ভালো লাগে না,এরা শুধু তদন্তই করতে পারে কিন্তু কোন কার্যকর ব্যবস্হা গ্রহণ করতে পারে না। আমার মনে হয় দুদক একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে আটকে যায়, তখন এর তদন্তে শিথিলতা চলে আসে। যা খুবই মর্মদায়ক ও কষ্টদায়ক। দুদুক, শিক্ষাবোর্ড এবং শিক্ষা অধিদপ্তরের তদন্ত ও তদন্ত প্রতিবেদন দেখলাম কিন্ত অপরাধীরা বহাল তবিয়তে আছে !!
Alamin, ১৯ মে, ২০২২
দুদকের প্রহসন আর ভালো লাগে না,এরা শুধু তদন্ত ই করতে পারে কিন্তু কোন কার্যকর ব্যবস্হা গ্রহণ করতে পারে না।আমার মনে হয় দুদক একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে আটকে যায়, তখন এর তদন্তে শিথিলতা চলে আসে।যা খুবই মর্মদায়ক ও কষ্টদায়ক।ফুডের প্রশ্ন ফাঁসের বিষয় নিয়ে অনেক অভিযোগ করেও কোন লাভ হয়নি,যদিও বিষয়টি শতভাগ সত্যি ছিল।
Tabiatkowser, ১৯ মে, ২০২২
শাহেদুলরা ওরা কয়জন? চুলচেরা তদন্ত করে তাদের দুর্নীতি গুলো জাতির সামনে পরিপূর্ণ ভাবে উপস্থাপন করা হোক। আর শুধু এই শাহেদুলদেরকে এমনি ছেড়ে দিলে হবে না তাদেরকে এমন দৃষ্টান্ত মূলক শাস্তি দেওয়া হোক পরবর্তীতে যেন অন্যরা এই সুযোগ না পায়।