মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

Md. Eusuf Ali, ২১ মে, ২০২২
আমার সালাম নিবেন। সম্মানিত মহোদয় , সরকারের দোড়গোড়ায় থেকে আপনি এমন কথা বললেন যা চিরাচারিত সত্য এবং প্রানবন্ত। কিন্তু ছাত্রটি যখন পাবলিক পরীক্ষার অংশগ্রহণের দিন বড় মার কাছে দোয়া নিতে যায় তখন ছাত্রটি বড় মার কাছে দোয়া ও চাচ্ছে আর মুখের দিকে তাকাচ্ছে বড় মা কখন জানি একটা পাাঁচশত টাকার নোট দেয়।এমন ভাবনাটি ছাত্রটির মনে হচ্ছে। আমরা যারা দর্শক তারা মনে করছি সম্মানিটা যদি সে পেত মনে হয় সে পরীক্ষায় এ প্লাস পেত । কিন্তু বড় মা শুধু দোয়াই দিয়ে শেষ করছেন। শিক্ষক দেশ গড়ার কারীগর কিন্তু গুটি শিক্ষক বাদে বৃহত অংশ কোন রকমে ঈদ উদযাপন করার অধিকার নেই বল্লে চলে।তাই শরীরে পুষ্টি ও যোগ্যতা দুটোই দরকার। কোন মৌসুমে চোট্ট কাকু বিদেশ থেকে আসবে সেই অপেক্ষার প্রহর গণা হচ্ছে।
Md.shariful islam, ২১ মে, ২০২২
শিক্ষক দের মনে শান্তি নাই, পেটে ক্ষুধা নিয়ে কি করার আছে।