মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

MD. MASUD RANA, ২২ জুন, ২০২২
ইনডেক্স ধারীদের কোনভাবেই চতুর্থ গণবিজ্ঞপ্তিতে সুযোগ দেওয়া উচিৎ হবে না। কারণ তারাতো চাকুরী করছেন, তাহলে আরেক জনের রিজিক মেরে লাভ কি তাদের ! তারা বার বার সুপারিশ পেয়ে থাকে কিন্তু কাঙ্খিত প্রতিষ্ঠানে পায় না বলে আর যোগদান করে না। ফলে ঐ পোস্টটি আলটিমেটলি খালি থেকে যায়, এতে আরেক জনের হক ন্ষ্ট হয় অর্থাৎ সে বঞ্চিত হয়।
Md. E. Ali, ০৫ জুন, ২০২২
vacacy 2 post in our madrsah so...............
আব্দুস সবুর মিয়া, ০৫ জুন, ২০২২
চতুর্থ গণবিজ্ঞপ্তির সুখবর আপনার বহুল প্রচারিত পত্রিকার প্রকাশিত সংবাদ মাধ্যমে জানতে পারলাম। আপনাকে ধন্যবাদ।চতুর্থ গণবিজ্ঞপ্তিতে নিয়োগ প্রক্রিয়া দুই ধাপে সম্পন্ন করার বিনিত আহবান জানাচ্ছি আপনার মাধ্যমে। ১ম ধাপে শুধুমাত্র ইনডেক্স ধারী শিক্ষক আবেদন করবেন। আর ২য় ধাপে নিবন্ধন সনদধারী পকৃত চাকুরি প্রত্যাশীগন আবেদন করবেন।