মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

মোঃ সিদ্দিকুর রহমান, ১৫ জুন, ২০২২
আইসিটি নিবন্ধিতদের সাথে কেমন চিটিংবাজি করছে দেখুন, পরিপত্রে চাওয়া হলো নির্ধারিত প্রতিষ্ঠান থেকে ছয় মাস মেয়াদী কোর্স সম্পন্নকারীগণ আইসিটি নিবন্ধন পরীক্ষার যোগ্য। কিন্তু যখন পাশ করে চাকুরীর আবেদন করবে, তখন তাদের অযোগ্য হিসেবে বিবেচনা করে। যে কারণে অনেকে ভালো মার্ক পেয়েও কেউ শিক্ষকতা চাকুরীরর জন্য যোগ্য হিসেবে বিবেচিত হচ্ছে না এনটিআরসিএ-এর কাছে। এনটিআরসিএ আমাদেরকে তাহলে পাশ করাল কেন, যদি আমরা উক্ত পদে চাকুরীই করতে না পারি। আজ সাত বছর যাবত অমানুষিক কষ্ট করছি আইসিটি শিক্ষক হওয়ার জন্য, কিন্তু এখন আর পারছি না, এনটিআরসিএ-র শঠতার কাছে হার মানতে হচ্ছে। এখন প্রায়শই বিবেকের কাছে প্রশ্ন জাগে, কোন পাপে ধরেছিল যে শিক্ষক হওয়ার স্বপ্ন দেখেছিলাম?
আব্দুস সবুর মিয়া, ১০ জুন, ২০২২
স্যার বিবেকের তাড়নায় এসে আন্দোলন কারীদের সাথে কথা বলেছেন।তাদের কথা শুনেছেন,দাবীর বিষয় জায়গা মত জানানোর ব্যবস্থা গ্রহণ করবেন।আপনার প্রচেষ্টা সফল হোক।দৈনিক শিক্ষা কে ধন্যবাদ।অনশন কারীদের জয়ের পথ সহজ হবে ইনশাআল্লাহ।
Burhan Uddin, ০৮ জুন, ২০২২
জা ফের ইক বাল ষাড় সর্বদা একটা অঙ্গীকার দিয়ে অধিকারবঞ্চিতদের অনশন ভাঙ্গায় কিন্তু পরে আর খোজ রাখে না।
Abdur Rahman, ০৮ জুন, ২০২২
স্যার বাংলাদেশের একজন বিশিষ্ট শিক্ষাবিদ। তাই তিনি ঘরে বসে থাকতে পারেননি।স্যার শিক্ষা মন্ত্রী হলে শিক্ষার মান বিশ্বের দরবারে বাড়বে। স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই।