মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

মোঃ সোহেল রানা, ১৪ জুলাই, ২০২২
অনেক পাঠক কি যে বোঝে না সেটাও বোঝেনা । কিন্তু হাতে ফেসবুক আছে তাই সাংবাদিকদের জ্ঞান দেয়।
hasib billah, ১৩ জুলাই, ২০২২
সতেরটা দুর্গম উপজেলায় মহিলা কোটা ছিলনা। এর মধ্যে শরণখোলা একটি। এবার ২০% মহিলা কোটা দিছে। এর জন্য কোন পরিপত্র জারি করে নাই। ৩য় গন বিজ্ঞপ্তিতে ছিলনা। তাহলে কিসের ভিত্তিতে ২০% মহিলা কোটা দিল? সফটওয়্যার থেকে এই ১৭টার ২০% মহিলা কোটা বন্ধ করা হোক।
MD. ABDUL HANNAN, ১২ জুলাই, ২০২২
সহকারী শিক্ষক (ভৌত বিজ্ঞান) পদে -রসায়ন এবং পদার্থবিজ্ঞানে নিবন্ধন্ধারী আবেদনের পেয়ে থাকে, কিন্তু ৪র্থ গণবিজ্ঞতিতে NTRCA তে প্রতিষ্ঠান প্রধানরা সহকারী শিক্ষক (ভৌত বিজ্ঞান-পদার্থবিজ্ঞানে) রিকুইজিশন দেওয়ার সুযোগ পাচ্ছেন। তাহলে রসায়নে নিবন্ধনধারী ৪র্থ গণবিজ্ঞতিতে আবেদনের সুযোগ পাবে না।