মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

Sribas Biswas, ১৭ জুলাই, ২০২২
আগে তো জেলা শিক্ষা অফিসার ফাইল ছেড়ে দিলে সে ফাইল তো বাদ যেত না, তাহলে কি এখানে জেলা শিক্ষা অফিসারদের ছোট করা হচ্ছে না ? এখন কথা হচ্ছে এমপিও হবে জুলাই মাসে কিন্তু কেন জুন মাসের ৮ তারিখের ভিতরে আবেদন নেওয়া হচ্ছে ? আবেদন তো জুলাইয়ের ৮ তারিখের ভিতরে নিতে পারত, মাদ্রাসায় তো প্রতি মাসে এমপিও হচ্ছে আর পাঁচ তারিখের ভিতরে আবেদন নিচ্ছে, কিন্তু হাই স্কুলে আপনারা এটা করছে কেন, যে মাসে এমপিও তার এক মাস আগে থেকে আবেদন নিয়ে বসে থাকতেছেন আর ফাইল আঞ্চলিক কার্যালয়ে ১৮ দিন পড়ে থাকছে,, আমার ফাইল কেন ১৮ দিন ধরে কেন আঞ্চলিক কার্যালয়ে পড়ে থাকবে ? জবাব চাই, আপনারা পারলে প্রতি মাসে এমপিও দেন আর জেলা শিক্ষা অফিসার যে ফাইল ছেড়ে দেবে সেটা এমপিও করেন, আপনারা একটু চিন্তা করে দেখেন দিন আমি এনটিআরসিএ কর্তৃক সুপারিশ প্রাপ্ত হয়ে ফেব্রুয়ারিতে নতুন স্কুলে জয়েন করেছি, দীর্ঘ ৬ মাস অপেক্ষা করার পর জুনে আবেদন করি, কিন্তু আঞ্চলিক কার্যালয় থেকে আবেদনটি এ্যাপপ্রূপ হলো না, এখন এই ছুটি শেষে স্কুল খুললে আমি কি সাবলীল ভাবে পাঠদান করতে পারব? ব্যাংক থেকে লোন নিয়ে এই ছয় মাস চলেছি, আর এই তিন মাস কিভাবে চলব? কারণ এক এমপিও মিছ মানে তিন মাসের অপেক্ষা, বেসরকারি শিক্ষকদের কোন মূল্যায়ন নেই দেখছি !
MD NAZRUL ISLAM KHAN, ১৭ জুলাই, ২০২২
যে তিন জায়গায় টাকা দিতে হয় তা নির্ণয় করে ব্যবস্থা নেয়া দরকার। অনুমোদিত হলে প্রোগ্রামার এন্ট্রি না দিয়ে কীভাবে পার পায় বুঝি না। হতে পারে যদি অনুমোদনকারীর সাথে যোগসাজস থাকে অথবা সে কম্পিউটারে কোন দিন হাত দেয়নি- অথর্ব।
Sribas Biswas, ১৭ জুলাই, ২০২২
স্যারকে অসংখ্য ধন্যবাদ সুন্দর লেখার জন্য, তবে আমার মনে হয় আগে সিস্টেমটা ভালো ছিল, আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, আমি গত জুনে mpo এর জন্য আবেদন করি, আবেদন করার পূর্বে উপজেলা শিক্ষা অফিসারের কাছে মোটে না হলেও কাগজপত্র দেখানোর জন্য ১০ বার গিয়েছি, এরপর ৩২ রকম কাগজ স্ক্যান করে সংযুক্ত করে পরে আবার দেখা করে তাকে সন্তুষ্ট করেছি, পরবর্তীতে আমার ফাইল জেলা শিক্ষা অফিসারের কাছে পৌঁছালো ১৪ জুন, সেখান থেকে আঞ্চলিক কার্যালয়ে ২১ জুন, অতঃপর ফাইল আঞ্চলিক কার্যালয় থেকে আর ঢাকায় পৌঁছল না, এখনো আঞ্চলিক কার্যালয়ে আছে, এখন কথা হল, একটা ফাইল যদি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবং জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ছেড়ে দেয় তাহলে সে ফাইলে কি কোন ভুল থাকতে পারে? আবার যদি সেটা এনটিআরসি এর নিয়োগ হয় তাহলে, আগে তো অন্তর্ভুক্ত হতে যেটা শিক্ষা আর কোথ
মোহাম্মদ আবু জাহেদ, ১৬ জুলাই, ২০২২
আবেদনটি প্রতিষ্টান থেকে আঞ্চলিক পরিচালক হয়ে মাউশি পাঠানোই উত্তম।
m.khaledur rahman, ১৬ জুলাই, ২০২২
স্যার আপনি যে কথাটা বলছেন সেটা ভাল। কিন্তু আগের সিস্টেম ভাল ছিল। কারন তখন কম পয়সায় এম পি ও কাজ হত। বর্তমানে এমপিও করতে গেলে তিন জায়গায় টাকা দিতে হয়। সর্বশেষ প্রোগ্রামারকে অনেক টাকা দিতে হয় নইলে ফাইল রিজেক্ট করে দেয় আমি মনে করি এই ব্যাপার টা মহাপরিচালক স্যার ব্যবস্হা নিলেও নিতে পারেন। আগের নিয়ম টায় ভাল ছিল।অল্প টাকায় কাজ হত। তাছাড়া ও আর একটা বিষয় জানা দরকার যে নিজের বিভাগে কোন প্রোগ্রামারের নিয়োগ দেওয়া ঠিক নাই। তাতে করে ক্ষতিটায় হওয়া স্বাভাবিক। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব যে কোন প্রোগ্রামারের জন্ম যে বিভাগে সেই বিভাগে নিয়োগ প্রাপ্ত আছে কিনা? যদি থাকে তাহলে ব্যবস্থা নেওয়া। সবাই ধন্যবাদ।
Joyeta Das, ১৬ জুলাই, ২০২২
দুর্নীতি বন্ধ না হলে কোন সিস্টেম কাজ করবে না।
Md. Rafiqul Islam, ১৬ জুলাই, ২০২২
স্যার, তথ্যবহুল লেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। নিঃসন্দেহে বর্তমান ব্যবস্থা পূর্বের চেয়ে অনেক অনেক ভালো। অনেক তিক্ত অভিজ্ঞতা আছে, আমরা সেই ব্যবস্থায় ফিরে যেতে চাইনা।