মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

Tabiatkowser, ২৬ জুলাই, ২০২২
এমপিও না দেয়ার শর্তে একাডেমিক স্বীকৃতি। এগুলো কি কাজের কাজ, নাকি শিক্ষা ভবনের কতিপয় দূর্নীতিবাজ কর্মকর্তাদের তেলেসমাতি কার্যকলাপ? এ ধরণের নাটক না করে সরাসরি এমপিও দেয়ার জন্য ঘোষণা দিন সদ্য এমপিও না দেয়ার শর্তে একাডেমিক স্বীকৃতি দেয়া প্রতিষ্ঠানগুলোকে। এসব দূর্নীতিবাজ কুলাঙ্গারররা জাতির, দেশের ও সরকারের আর কি পরিমাণ ক্ষতি করলে এরা ক্ষান্ত হবে? এদের কাছে জাতি জিম্মি হয়ে রয়েছে। তাই এদের কবল থেকে রক্ষা পেতে অচিরেই এসব শয়তানদের চাকরি থেকে অব্যাহতি দেয়ার জন্য মাননীয় সরকারের নিকট বিশেষ ভাবে অনুরোধ জানাচ্ছি। উল্লেখ্য শিক্ষার ক্ষেত্রে শিক্ষকরাই সমাধান দিতে সক্ষম আর কোন কেউ নন। তাই নীতিবান শিক্ষকদের ওই জায়গায় নিয়োগ করলে শিক্ষা ভবনের দীর্ঘদিনের দুর্নীতি দমন হবে বলে আশা করা যায়।
Tabiatkowser, ২৬ জুলাই, ২০২২
এমপিও না দেয়ার শর্তে একাডেমিক স্বীকৃতি। এগুলো কি কাজের কাজ, নাকি শিক্ষা ভবনের কতিপয় দূর্নীতিবাজ কর্মকর্তাদের তেলেসমাতি কার্যকলাপ? এ ধরণের নাটক না করে সরাসরি এমপিও দেয়ার জন্য ঘোষণা দিন সদ্য এমপিও না দেয়ার শর্তে একাডেমিক স্বীকৃতি দেয়া প্রতিষ্ঠানগুলোকে। এসব দূর্নীতিবাজ কুলাঙ্গারররা জাতির, দেশের ও সরকারের আর কি পরিমাণ ক্ষতি করলে এরা ক্ষান্ত হবে? এদের কাছে জাতি জিম্মি হয়ে রয়েছে। তাই এদের কবল থেকে রক্ষা পেতে অচিরেই এসব শয়তানদের চাকরি থেকে অব্যাহতি দেয়ার জন্য মাননীয় সরকারের নিকট বিশেষ ভাবে অনুরোধ জানাচ্ছি। উল্লেখ্য শিক্ষার ক্ষেত্রে শিক্ষকরাই সমাধান দিতে সক্ষম আর কোন কেউ নন। তাই নীতিবান শিক্ষকদের ওই জায়গায় নিয়োগ করলে শিক্ষা ভবনের দীর্ঘদিনের দুর্নীতি দমন হবে বলে আশা করা যায়।