মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

Md. Badsha Ali, ০১ আগস্ট , ২০২২
প্যানেল করে শিক্ষক নিয়োগের দাবি korsi
MD. MASUD RANA, ২৭ জুলাই, ২০২২
১৬তম নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণরা ভালো নম্বর নিয়ে নিবন্ধন পরীক্ষায় পাস করেছে বলে শুধু নিজেদের সুবিধার জন্য প্যানেল চান না। ওরা ভলো নম্বর পেয়েছে, তাই ওরা নিশ্চিত যে, গণবিজ্ঞপ্তি ছাড়লেই ওরা নিয়োগ পাবে। কারণ ওদের নম্বর সবার চেয়েও বেশি। কেন ? প্যানেল করলে ওদের কি সমস্যা। ভালো নম্বর পাওয়া স্বত্ত্বেও ওরা এমপিও এবং নন-এমপিও উভয়তে আবেদন করবে, অন্য যারা কম নম্বর পেয়েছে তাদের সুযোগ পর্যন্ত দিবে না এরা। এরা নিতান্ত স্বার্থপর বটে। এদের দাবি পুরাপুরি যুক্তিসংগত নয়। তাই এনটিআরসিএ কর্তৃপক্ষকে অনুরোধ জানাচ্ছি যেন, বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে দেখেন।
zakir hossain, ২৭ জুলাই, ২০২২
প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক নিয়োগে নীতি মালা সংশোধন করে সহকারী শিক্ষক যাদের কম পক্ষে ১৫ বছর অভিজ্ঞতা রয়েছে এবং অনার্স- মাস্টার্স এর সহিত বি এড, এম এড রয়েছে তাদেরকে আবেদন করার সুযোগ দেওয়ার আবেদন করছি। যেহেতু নীতি মালায় একাধিক ৩য় বিভাগের সুযোগ রাখা হয়নি তাই উল্লেখিত সহকারী শিক্ষকদের সুযোগ দেওয়ার আবেদন করছি।
মোঃ জহিরুল ইসলাম, ২৭ জুলাই, ২০২২
ইনডেক্স ধারী শিক্ষক বাদে নিবন্ধন ধারীদের নিয়োগ দিলে,বেকারত্ব কমে আসবে এবং শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষক সংকট থেকে পরিত্রাণ পাবে।
মোঃ জহিরুল ইসলাম, ২৭ জুলাই, ২০২২
ইনডেক্স ধারী শিক্ষক বাদে নিবন্ধন ধারীদের নিয়োগ দিলে,বেকারত্ব কমে আসবে এবং শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষক সংকট থেকে পরিত্রাণ পাবে।