মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

মোঃরফিকুল ইসলাম, ০৬ আগস্ট , ২০২২
বাস্তব সম্মত কথা গুলো সরকারের চাটুকারদের নজরে পরলেও দেখেও না দেখার ভান করবে।এরা আমলে নামের কামলা।
Md mostafizur Rahman, ০৬ আগস্ট , ২০২২
বিগত ২৮ জুন এ dc এবং uno দের শিক্ষা প্রতিষ্ঠান তদারকি করতে একটি সার্কুলার দেয়া হয়েছে তা প্রশংসনীয় ও সময়োপযোগী। বর্তমানে উদ্ভট উটের পিঠে চলেছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সমূহ।বিশেষ করে বেসরকারি কলেজ। অনেক শিক্ষক আছেন তাদের আগমন, প্রস্থানের কোন সময় নেই।ক্লাশেও কখনও সময়মত উপস্থিত থাকেননা। এই পদক্ষেপ অনেক আগে নেয়া দরকার ছিল। এখন দুটি বিষয় সরকারকে ভাবতে হবে তা হল ১। বেসরকারি পর্যায়ের নিয়োগে জিলা স্কুলের প্রধান শিক্ষক আর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের পরিবর্তে dc এবং uno দের সম্পৃকততা। বর্তমানে নিয়োগে যারা থাকেন তারা শিক্ষার মেরুদন্ড ভেঙ্গে দিয়ে জাতিকে পঙ্গু করে দিয়েছেন। ২। শিক্ষা প্রতিষ্ঠান হতে ব্যবস্থাপনা কমিটি সিস্টেম বাতিল করা।
Md mostafizur Rahman, ০৬ আগস্ট , ২০২২
বিগত ২৮ জুন এ dc এবং uno দের শিক্ষা প্রতিষ্ঠান তদারকি করতে একটি সার্কুলার দেয়া হয়েছে তা প্রশংসনীয় ও সময়োপযোগী। বর্তমানে উদ্ভট উটের পিঠে চলেছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সমূহ।বিশেষ করে বেসরকারি কলেজ। অনেক শিক্ষক আছেন তাদের আগমন, প্রস্থানের কোন সময় নেই।ক্লাশেও কখনও সময়মত উপস্থিত থাকেননা। এই পদক্ষেপ অনেক আগে নেয়া দরকার ছিল। এখন দুটি বিষয় সরকারকে ভাবতে হবে তা হল ১। বেসরকারি পর্যায়ের নিয়োগে জিলা স্কুলের প্রধান শিক্ষক আর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের পরিবর্তে dc এবং uno দের সম্পৃকততা। বর্তমানে নিয়োগে যারা থাকেন তারা শিক্ষার মেরুদন্ড ভেঙ্গে দিয়ে জাতিকে পঙ্গু করে দিয়েছেন। ২। শিক্ষা প্রতিষ্ঠান হতে ব্যবস্থাপনা কমিটি সিস্টেম বাতিল করা।
Md mostafizur Rahman, ০৬ আগস্ট , ২০২২
বিগত ২৮ জুন এ dc এবং uno দের শিক্ষা প্রতিষ্ঠান তদারকি করতে একটি সার্কুলার দেয়া হয়েছে তা প্রশংসনীয় ও সময়োপযোগী। বর্তমানে উদ্ভট উটের পিঠে চলেছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সমূহ।বিশেষ করে বেসরকারি কলেজ। অনেক শিক্ষক আছেন তাদের আগমন, প্রস্থানের কোন সময় নেই।ক্লাশেও কখনও সময়মত উপস্থিত থাকেননা। এই পদক্ষেপ অনেক আগে নেয়া দরকার ছিল। এখন দুটি বিষয় সরকারকে ভাবতে হবে তা হল ১। বেসরকারি পর্যায়ের নিয়োগে জিলা স্কুলের প্রধান শিক্ষক আর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের পরিবর্তে dc এবং uno দের সম্পৃকততা। বর্তমানে নিয়োগে যারা থাকেন তারা শিক্ষার মেরুদন্ড ভেঙ্গে দিয়ে জাতিকে পঙ্গু করে দিয়েছেন। ২। শিক্ষা প্রতিষ্ঠান হতে ব্যবস্থাপনা কমিটি সিস্টেম বাতিল করা।
Md mostafizur Rahman, ০৬ আগস্ট , ২০২২
বিগত ২৮ জুন এ dc এবং uno দের শিক্ষা প্রতিষ্ঠান তদারকি করতে একটি সার্কুলার দেয়া হয়েছে তা প্রশংসনীয় ও সময়োপযোগী। বর্তমানে উদ্ভট উটের পিঠে চলেছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সমূহ।বিশেষ করে বেসরকারি কলেজ। অনেক শিক্ষক আছেন তাদের আগমন, প্রস্থানের কোন সময় নেই।ক্লাশেও কখনও সময়মত উপস্থিত থাকেননা। এই পদক্ষেপ অনেক আগে নেয়া দরকার ছিল। এখন দুটি বিষয় সরকারকে ভাবতে হবে তা হল ১। বেসরকারি পর্যায়ের নিয়োগে জিলা স্কুলের প্রধান শিক্ষক আর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের পরিবর্তে dc এবং uno দের সম্পৃকততা। বর্তমানে নিয়োগে যারা থাকেন তারা শিক্ষার মেরুদন্ড ভেঙ্গে দিয়ে জাতিকে পঙ্গু করে দিয়েছেন। ২। শিক্ষা প্রতিষ্ঠান হতে ব্যস্থাপনা কমিটির
Md. Abdul Alim, ০৫ আগস্ট , ২০২২
মাদ্রাসার ইনক্রিমেন্ট বিরম্বনা নিয়ে একটি লেখা লিখবেন স্যার। এমপিও কপিতে ৬ কোডের চেয়ে ৭ কোডের বেতন বেশি। এটার রহস্য কি?
Mizanur rahman, ০৫ আগস্ট , ২০২২
জানি না কখন এদেশে শিক্ষকদের জন্য একটা সুন্দর ব্যবস্থা করা হবে।
Wares ali, ০৫ আগস্ট , ২০২২
সত্যিই সংবাদটুকু পড়ে বুঝতে পারলাম,সংবাদটিতে শিক্ষকের বাস্তব চিত্র ফুটে ওঠেছে।একটি দেশের প্রধান থেকে শুরু করে আমলা শ্রেনীর সর্বনিম্ন পোস্টের লোক,যারা কোনো না কোনো শিক্ষক দ্বারা লেখাপড়া শিখে এই পর্যন্ত এসেছে অথচ সেই শিক্ষকরাই অবহেলিত।এই হলো বাংলাদেশ। আমি শ্রদ্ধাশীল লেখক স্যারকে হৃদয় থেকে সাধুবাদ জানাচ্ছি এবং স্যারের কন্ঠে কন্ঠ মিলিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই,,, শিক্ষককে যোগ্য সম্মান দিন বাঙ্গালী জাতির পিতার স্বপ্নের বাংলা এগিয়ে নিন।