মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

পিয়াল সরকার, ০৬ আগস্ট , ২০২২
অনেক ভালো প্রতিষ্ঠান সামান্য কারণে বাদ পড়েছে। আশাকরি বিষয়টি বিশেষ বিবেচনা পূর্বক প্রতিষ্ঠানগুলো এমপিও দেওয়া হবে।
মোঃ আমিনুল ইসলাম, ০৬ আগস্ট , ২০২২
লালমনিরহাট জেলা প্রতিনিধির মোবাইল নম্বর চাই। যা দকার তা ইমেইল করে পাঠান। লালমনিরহাটে এখন কোনো রিপোরর্টার নেই।
মোঃ আমিনুল ইসলাম, ০৬ আগস্ট , ২০২২
দৈনিক শিক্ষা কে অনুরোধ করছি মাদরাসা শিক্ষক দের জুলাই ২২ ৫% ইনক্রিমেন্ট গড়মিল আছে তার একটি প্রতিবেদন তুলে ধরতে।আমি একজন মাদ্রাসার সহকারী শিক্ষক লালমনিরহাট সদর মাদ্রাসা ইন নং১২২৯৬৬,২০২১ইং জানুয়ারি মাসে ১১তম গ্রেড হইতে ১০তম গ্রেড স্কেলে যাই, একই বছরে জুলাই ২১ আমার ৫%ইনক্রিমেন্ট পাই, ২০২২জুলাই ১৮মাসে এসে পুর্বে এবং পরে অর্থাৎ জুলাই ২২ আর একটা ইনক্রিমেন্ট লাগা কথা কিন্তু একটাও নাই তাতে আমি ১৭০০+টাকা কম পাওয়ায় অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্ত হই। সদরে আমার মতো অনেক ভাই আছে, কোনো প্রকার উপায় না পেয়ে দৈনিক শিক্ষায় এ ব্যাপারে প্রতিবেদনের আবেদন করছি। কমেন্টি গুরুত্ব সহকারে নেয়ার জন্য অনুরোধ করছি। এবং লালমনিরহাট জেলা অথবা সদর উপজেলা প্রতিনিধি সাথে যোগাযোগ করে দেওয়ার আবেদন করছি।
মোঃ আরিফুল ইসলাম, ০৫ আগস্ট , ২০২২
এই আয়োজনের মাধ্যমে আরো কিছু প্রতিষ্ঠান এমপিও হোক! সেই কামনা করি!