মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

এস জি এম খালেদ, ১১ আগস্ট , ২০২২
আমি এসজিএম খালেদ সহকারি অধ্যাপক (ইংরেজি) সাগরদী ইসলামিয়া কামিল মাদরাসা বরিশাল সদর বরিশাল। আমার বিগত জুন ২০২২ সালে উচ্চতর স্কেল ৭ গ্রেড থেকে ৬ গ্রেডে উন্নিত হয়। তবে ৭ গ্রেডের প্রাপ্ত সব ইনক্রিমেন্ট বাদ দেয়া হয়েছে। এরপর জুলাই মাসে বাৎসরিক ইনক্রিমেন্টও বাদ দেয়া হয়েছে। এখন আমার নিচের ৭ তম গ্রেডের শিক্ষকরা আমার চাইতে দের হাজার টাকার বেশি বেতন পাচ্ছে। এমনিতেই দীর্ঘ ১২ বছর পরে উচচতর স্কেল পেয়েছি। আবার স্কেল পেয়েও আগের চাইতে কম বেতন পাচ্ছি। এমন অদ্ভত নিয়ম, যা শিক্ষকদের গহয় প্রতিপন্ন করে, তা কেবল মনে হয় এদেশেই সম্ভব। অথচ একই বিধি স্কুল কলেজে রয়েছে, সেখানে কখনওেই এরকম দেখা যায়না। আমাাদের মাদরাসা অধিদপ্তর কি শুধুই মাদরাসা শিক্ষকদের হয়রানির জন্য ব্যস্ত থাকে, না শিক্ষকদের উন্নয়নে কোন কাজ করে?
Sarowar, ১১ আগস্ট , ২০২২
Madrasah and madrasah board are always in problem.
MD. AMINUL ISLAM, ১১ আগস্ট , ২০২২
আমি ১/২/২০১৭ ইং সালে সহকারী সুপারিনটেনডেন্ট হিসেবে যোগদান করে ২০১৮ সালে প্রথম ইন্ক্রেমেন্ট পাই। ‌‌২০২১ ইং সালে ৪ টা ইন্ক্রেমেন্ট পেয়ে ০১/০৯/২০২১ সালে যোগদান করি। কিন্তু দীর্ঘ ১০ মাস চাকরি জুলাই ২০২২ সালে ইনক্রিমেন্ট যোগ হল না। অথচ স্কুল কলেজের শিক্ষকদের ফেব্রুয়ারি ২০২২ যোগদান করে ইনক্রিমেন্ট পেল। তাহলে আমাদের অপরাধ কী ?
Md. Abdul Halim, ১০ আগস্ট , ২০২২
মেমিস সফটওয়ারের মাধ্যমে বেশি টাকা দেওয়া হয়েছে এ তথ্য মিথ্যা. আর যদি কেউ পেয়ে থাকে সেটা তাদের ভুল. সেক্ষেত্রে যাদের বেশি দেওয়া হয়েছে সমন্বয় করতে পারে.কিন্তু সবার ইনক্রিমেন্ট কেটে রাখা যুক্তি কি?
Uddin, ১০ আগস্ট , ২০২২
আমি ২০২১ই্ং সালে জানুয়ারীতে বি এড স্কেল পেয়ে ১১কোড থেকে১০কোডে১৫৯০০টাকা বেতন উত্তোলন করি কিন্তু আমার ইনক্রিমেনট ১৯৮০ টাকা কর্তন করা হয় আবার ২০২১ইং সালে জুলাই মাসে ৮০০ টাকা ইনক্রিমেনট পেয়ে ১৬৬২০টাকা উত্তোলন করি ২০২২ ইং সালে জুলাই মাসে ৮৪০টাকা যোগ না হয়ে আমার ইনক্রিমেনট০০ করা হয় বর্তমানে আমি ১৫৯০০তে বেতন উত্তোলন করলাম এখন আমার করনিয় কি
ফজলুর রহমান, ১০ আগস্ট , ২০২২
এই সমস্যার দ্রুত সমাধান করা উচিৎ।
মোঃ হারুনুর রশীদ, ১০ আগস্ট , ২০২২
আমি ২০২১ সালের মে মাসে ১০ম গ্রেড থেকে ৯ম গ্রেডে বেতন ধরিয়েছি। কিন্তু আমার ১০ম গ্রেডের ইনক্রিমেন্ট কাটিয়ে নেওয়া হয়েছে।ফলে আমি অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি।এমনটি হওয়ার কোন কারণ খুঁজে পাচ্ছি না।
Almahmud Lec, ১০ আগস্ট , ২০২২
আমি,মোঃ আল মাহমুদ হোসেন, নন্দলাল পুর ওয়ারেছিয়া আলিম মাদরাসা, শাহজাদপুর, সিরাজ গঞ্জ। আমি ৭ম গ্রেড হতে, সেপ্টেম্বর ২০২১ এ ৬ষ্ঠ গ্রেডে mpo ভুক্ত হই। তখন বিধি মোতাবেক পূর্বের ৪ টি ইনক্রিমেন্ট বাদ দেওয়া হয়েছে। এতে আমার কোন আপত্তি নেই। বিধি মোতাবেক গ্রেড পরিবর্তন হওয়ার ৬ মাস পূর্ণ হলে, ইনক্রিমেন্ট পাওয়ার কথা, কিন্তু আমার ১০ মাস পূর্ণ হওয়ার পর ও জুলাই ২০২২ ইনক্রিমেন্ট দেয়নি। ফলে ৬ গ্রেডের বেতম, ৭ ম গ্রেডের চেয়ে কম। পদোন্নতি পেলে বেতন কমে যায়, এ কেমন নিয়ম? ইতিমধ্যে কলেজে ইনডেক্স ধারিদের ৬ মাষ শর্ত তুলে দেওয়া হয়েছে। আমার জানা মতে, কলেজের শিক্ষক গত মে মাসে পদোন্নতি পেয়েছে, জুলাইতে ইনক্রিমেন্ট লেগেছে। অথচ মাদরাসা শিক্ষকদের ১০ মাস,১১ মাস পূর্ণ হওয়ার পর ও ইনক্রিমেন্ট থেকে বঞ্চিত করা হয়েছে। যদি মাদ্রাসায় ১ বছর শর্ত জুড়ে দেওয়া হয়,তাহলে জুলাই হতে জুলাই করে, যার যখন ১ বছর পূর্ণ হয়, তখন ইনক্রিমেন্ট দেওয়া হোক।তা না হলে গ্রেড পরিবর্তন হওয়ার পর কারোই ১ বছর পূর্ণ হবে না,পরবর্তী জুলাই জন্য ২ বছর অপেক্ষা করতে হবে।
Mohammad ullah siddiqui, ১০ আগস্ট , ২০২২
এ ধরণের আচরণ কখনো কাম্য নই। নতুন স্কেল প্রাপ্তির পর ইন্ক্রিমেন্ট কেটে পেলা হলে তা দেওয়ার প্রয়োজনীয়তা কি। স্কুল কলেজে পর্যায়ে নতুন স্কেল প্রাপ্তির পর ইন্ক্রিমেন্ট কর্তন করা হয় না। মাদরাসার অধিদপ্তর কর্তৃক তা কেটে পেলা হয় কেন? এ বৈষম্য কখনো মেনে নেওয়ার কথা নই। তা যদি হয় তাহলে মেধাবী কোন ছাত্র-ছাত্রী আগামীতে মাদরাসায় শিক্ষকতা করতে আসবে বলে মনে হয় না।তাই সার্বিক বিবেচনা করে অতি সত্তর এ নীতি পরিহার করার জন্য সংশ্লিষ্ট কর্তৃ পক্ষের সদয় দৃষ্টি কামনা করছি।
Sarowar, ১০ আগস্ট , ২০২২
Dmn liar