মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

Ayub, ১৬ আগস্ট , ২০২২
এন টি আর সি জিনিস
Dema Karamotia Fazil Madrasah, ১৪ আগস্ট , ২০২২
Rezaul Karim ভাই আপনার প্রতিষ্ঠানের নামে যে রেজিস্ট্রেশন করা হয়েছে “এনটিআরসএ ”এর ওয়েবসাইটে সেখানে প্রতিষ্ঠানের অবস্থান দেখানো হয়েছে জেলা সদর পৌরসভা। ওটা হবে other এরিয়া। জেলা সদর পৌরসভা লিখলে 40% কোটা হবে। আদার এরিয়ে দিলে 20% কোটা হবে। রেজিস্ট্রশন এর লিংক খোলা আছে। আপনি চাইলে ওটাকে সংশোধন করে নিতে পারেন।
Abdur Rahman, ১৪ আগস্ট , ২০২২
নিবন্ধনধারীদের জন্য আবার যন্ত্রণা শুরু হলো কারণ শতশত আবেদন করেও চাকরি হওয়ার কোন নিশ্চয়াতা পাবে না।অর্থের ক্ষতি আর মনের কষ্ট বাড়ানো ছাড়া এনটিআরসিএ কিছুই দিতে পারেনি।
Abdur Rahman, ১৪ আগস্ট , ২০২২
নিবন্ধনধারীদের জন্য আবার যন্ত্রণা শুধু হলো কারণ শতশত আবেদন করেও চাকরি হওয়ার কোন নিশ্চয়াতা পাবে না।অর্থের ক্ষতি আর মনের কষ্ট বাড়ানো ছাড়া এনটিআরসিএ কিছুই দিতে পারেনি।
Abdur Rahim, ১৪ আগস্ট , ২০২২
বিশেষ ও ২য় ধাপের নিয়োগ কবে হতে পারে?
Rezaul Karim, ১৪ আগস্ট , ২০২২
আমাদের প্রতিষ্ঠানে ৫ টি পদ শুন্য রয়েছে। সার্ভারে ৪০% মহিলা কোটা পূরণ করতে বলা হচ্ছে। ৪০% মহিলা কোটা পূরণ করতে মোট মহিলা শিক্ষক দেখাতে হবে ১২ জন। আমাদের কর্মরত রয়েছে ০৫ জন। এক্ষেত্রে শুন্য ০৫ টি পদই যদি আমরা মহিলা কোটা দেখাই,তাহলেও মোট ১২ জন না হওয়ায় সাবমিট করা সম্ভব হয়নি। অর্থাৎ আমরা চাহিদা দিতে পারিনি। এরকম সমস্যা আরো অনেক প্রতিষ্ঠানেরই হয়েছে। কাজেই শূন্য পদের সংখ্যা বেড়ে আরো অনেক বেশি হবে। এমতাবস্থায় প্রিয় দৈনিক শিক্ষার মাধ্যমে NTRCA এর কাছে অনুরোধ করছি --- সার্ভারের কোটা জটিলতা সংশোধন করে চাহিদা দেওয়ার সময় বৃদ্ধি করার জন্য।
Ruhul Amin, ১৪ আগস্ট , ২০২২
১৭ তম পরীক্ষার কোনো খবর বলেনা কেন?