মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

Mir Muhammad amimul ehsan, ২০ আগস্ট , ২০২২
যে ব্যক্তি দোকান-পাট,রাস্তা-ঘাট, স্টেশন,যানবাহন,লোক সমাগমে ধুমপান করবে তাকে ৫০/=টাকা জরিমানার বিধাণ রেখে একটি আইন করা হয়েছিল বিগত ৮/৯ বৎসর আগে। এই আইন এখন ও আলোর মুখ দেখেনি। তবে আইনটি ছিল প্রশংসণীয়, আইনের যথাযথ প্রয়োগ না থাকলে সেই আইন প্রনয়ন করা না করা সমান কথা। যারা আইন প্রয়োগ করবেন তারাই তো অফিস-আদালতে উপহার স্বরুপ নামী-দামী সিগারেট নিয়ে তিলকে তাল করার কাজে ব্যস্ত। এতদিন পর স্কুল-কলেজ, বিশ্যবিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন দারুণ ভাবে মাদকাসক্ত হয়ে পড়ছে তখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নড়ে চড়ে বাধ্য হয়ে এই আইনটি করেছেন। পরিশেষে দেশের সচেতন অভিভাবকদের পক্ষ হতে সরকারের কাছে বিনীত অনুরোধ থাকবে, যেন এই আইনটি যথাযথ প্রয়োগের মাধ্যমে দেশের ভবিষ্যৎ প্রজন্মকে মাদকাসক্ত হতে পরিত্রাণ দেয়।