মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

Md. Salim Khandoker, ২৪ আগস্ট , ২০২২
ক্লাস চলবে পাঁচ দিন, সময় পরিবর্তন হচ্ছে না দেখেও কি বুঝতে পারেন না বৃহস্পতিবার হাফ না ফুল। ছোট বাচ্চাদের মত কথা বলেন।
Md. Sulaiman kabir, ২৩ আগস্ট , ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান সপ্তাহে দুইদিন বন্ধ থাকবে এটা স্পষ্ট কিন্তু বৃহস্পতিবার হাফ না ফুল এইটা স্পষ্ট করা হোক।
BIKASH ROY, ২৩ আগস্ট , ২০২২
এক শিফটের বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় সকাল কয়টায় শুরু হয়? এ ব্যাপারে সরকারি কোন নির্দেশনা আছে কী?
ফজলুর রহমান, ২২ আগস্ট , ২০২২
"আমরা যেটি পাঁচদিনে করতাম সেটি ছয়দিনে করবো। " এটা কি ঠিক আছে?
BIKASH ROY, ২২ আগস্ট , ২০২২
সময় পরিবর্তন করতে হবে না। অনুগ্রহ পূর্বক সরকারি ভাবে ঘোষণা দিন, এক শিফটের শিক্ষা প্রতিষ্ঠান কয়টা থেকে কয়টা পর্যন্ত চলবে? বৃহস্পতিবার কীভাবে চলবে? এক স্কুল শুরু হয় সকাল ৯টা, পাশের একটা স্কুল শুরু হয় সকাল ১০টা। আবার কোন স্কুল শুরু হয় সকাল ৮টা। এগুলো সব এক শিফটের স্কুল। আসলে শুরু আর শেষের সময় কোনটি? দয়া করে সরকারি ভাবে ঘোষণা দিলে ভালো হতো।
Krishna Bandhu Roy, ২২ আগস্ট , ২০২২
বৃহস্পতিবার হাফ না ফুল জানতে পারলে ভাল হত মাননীয় শিক্ষা মন্ত্রী।
Md. Zahirul Islam, ২২ আগস্ট , ২০২২
এক শিফটের শিক্ষা প্রতিষ্ঠানের সময় সূচী সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত করা যায় কিনা অনুরোধ রহিল।