মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

SIRAJUL ISLAM, ২৮ আগস্ট , ২০২২
কালাইয়া মাধ্যমিক বিদ্যালয় শুক্র-শনি বন্ধ না। কালাইয়া মাধ্যমিক বিদ্যালয় স্কুল বন্ধ সোম এবং শুক্রবার। বাউফল, পটুয়াখালি।
Muhammad Mukarram Hossain, ২৭ আগস্ট , ২০২২
সপ্তাহে শুক্র ও শনিবার বন্ধ রাখাটা সকল দিক থেকে শিক্ষার্থী এবং শিক্ষকদের জন্য কল্যাণকর একটা পদক্ষেপ। এটার প্রয়োজন ছিল, এখন পূর্ণতা পেল। সাধুবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও সংশ্লিষ্ট সবাইকে!
Muhammad Mukarram Hossain, ২৭ আগস্ট , ২০২২
সপ্তাহে শুক্র ও শনিবার বন্ধ রাখাটা সকল দিক থেকে শিক্ষার্থী এবং শিক্ষকদের জন্য কল্যাণকর একটা পদক্ষেপ। এটার প্রয়োজন ছিল, এখন পূর্ণতা পেল। সাধুবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও সংশ্লিষ্ট সবাইকে!
Tabiatkowser, ২৫ আগস্ট , ২০২২
দেশের অভিভাবকরা কি গননা ভুলে গেছেন মনে হয়। ২ দিন কোথায় পেলেন আপনারা? শুক্রবার তো আগেই থেকে বন্ধ ছিল। আর বৃহস্পতিবার আগে ছিল অর্ধ দিবস। কিন্তু এখন থেকে করা হয়েছে পুর্ন দিবস। তাহলে এবার বিয়োগ করে দেখেন থাকে কত? অর্থাৎ আধা দিন বাড়তি হয়। তাহলে আধা দিন সপ্তাহে বাড়তি বন্ধ হয়েছে।
Md Riadoan Ullah, ২৩ আগস্ট , ২০২২
এখানে শিক্ষার্থীদের জন্য কোন ক্ষতি নেই. বরং শিক্ষার্থীরা বিগত পাঁচ দিনের পড়া রিভাইস দিতে পারবে ভালো করে. অভিভাবকদের উচিত হবে ছাত্ররা যেন বাড়িতে পড়ালেখা করে সে বিষয়ে তদারকি করা. যাতে করে বিদ্যালয়ের পড়া সঠিকভাবে আদায় করতে পারে.