মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

Md. Sanowar Hossain, ২৯ আগস্ট , ২০২২
ধর্ময় মানুষকে ""নৈতিক শিক্ষা" দেয়। মানুষের নৈতিকতার মাধ্যমেই তৈরি হবে সুস্থ্য মন, পরিবার, সমাজ, জাতি, দেশ ও পৃথিবী। তাই ধর্ম শিক্ষার কোন বিকল্প হতে পারে না।
Mohammad Shahidul Islam, ২৭ আগস্ট , ২০২২
বাংলা, ইংরেজি ও আই সি টি (ICT)র মতো "ধর্ম ও নৈতিক শিক্ষা" এই বিষয়টি আবশ্যিক করলে জাতির জন্য খুভ ক্ষতি হবে, নাকি লাভ হবে, এ হিসাবটি তো স্পষ্ট। এতে প্রত্যেকটা ধর্মানুসারির জন্যই বিষয়টা ইতিবাচকই হবে নেতিবাচক নয়। এতে কেউ দ্বিমতও পোষণ করবে না। এতে রাষ্ট্রের বা কোনো বিশেষ ব্যক্তি-গোষ্ঠির জন্য বিশেষ কোনো ক্ষতিও হবে না। এ ব্যাপাবে হলফ করে বলাটা তেমন দোষের হবে না যে, একমাত্র নাস্তিক ছাড়া কারোরই কোনো মাথা ব্যথা থাকবে। কোনো ধর্মই মানুষের ক্ষতির জন্য নয় বরং, কল্যাণের জন্য। এটা কেবল বিবেক সম্পন্ন মানুষকেই বোঝতে হবে। এটি অন্য কোনো জন্তু-জানোয়ারের কাজ নয়। আসুন, আমরা যদি ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক ভাবে শান্তি ( যা অতি দূর্লভ বিষয়) অর্জন করতে চাই, তবে কারো সাথে দ্বিমত নয়, দানুবাদ নাকরে, কারো কথার নেতিবাচক দিক নাখোঁজে, সাম্প্রদায়িক বিদ্বেষ ভুলে, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে মিলে এক প্লাটফর্মে দাড়িয়ে কন্ঠে কন্ঠ মিলিয়ে বলি "ধর্ম শিক্ষাকে" জাতীয় ভাবে বাধ্যতামুলক করো, করতে হবে। আমরা মানুষ। কারণ, একমাত্র ধর্মই মানব অস্তিত্বের মূল কেন্দ্রবিন্দু। ধর্মই জীবন, ধর্মই শ্বাশত। একমাত্র ধর্মই পারে এ জীবন কে সুন্দর ও সার্থক করতে।
Nazmul Hasan, ২৭ আগস্ট , ২০২২
নিজেই ধর্ম ব্যাবসায়ী আবার ধর্মের বয়ান।চোরের মুখে ধর্ম বড়ই বেমানান।