মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

K.M.AMANAT ULLAH, ১৬ অক্টোবর, ২০২২
first class news
মোহাম্মদ মুছা শিক্ষক হুলাইন হযরত এয়াছিন আঃ হাঃ আঃ সিনিয়র মাদ্রসা, ০৬ সেপ্টেম্বর, ২০২২
এম পি ও ভূক্ত শিক্ষকদের ভবিষ্যতের অবসর সুবিধার সূসংবাদ না জানিয়ে বর্তমান স্বল্পগ্রেডের শিক্ষকদের দূঃখ কষ্ট লাঘবের দিকে নজর দেয়া উচিত, কারন বর্তমানে যারা স্বল্পগ্রেডে ষোল বছর শিক্ষকতায় অতিবাহিত করেছে, তাদেরকে উচ্চতর গ্রেডে পদায়ন করা হচ্ছে, অর্থাৎ যারা ১০ম গ্রেডে১৬,৫০০ বেতন ভোগ করতো, উচ্চতর স্কেলে তারা ৯ম গ্রেড প্রাপ্ত হয়ে ২১,৩০০টাকা ভোগ করছে। অপরদিকে আমরা যারা ১৫ তম গ্রেড অর্থাৎ ৯৭০০টাকা ভোগ করে ইনক্রিমেন্টসহ ১২৬৬৯টাকা পাচ্ছি,কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় ১৪তম গ্রেডে পদায়নের সাথে সাথে বেতনভাতাদি ১২১৩৮টাকায় নেমে আসল, যা কারো কাম্য নয়, স্বাভাবিকভাবে স্কেল পরিবর্তন হয় বেতন বাড়ার জন্য,কমার জন্য নয়। এমতাবস্থায় স্বল্প আয়ের শিক্ষকদের বর্ধিত বেতন যদি কর্তিত হয়, এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে স্বল্প আয়ের শিক্ষকদের সংসার কিভাবে চলবে, এই ব্যাপারে কর্তৃপক্ষের সজাগ দৃষ্টি আকর্ষণ করছি।
Mohammad Ramzan Ali, ০৪ সেপ্টেম্বর, ২০২২
এওপিওভূক্ত শিক্ষক-কর্মচারীদের টাকায় পরিচালিত অবসর-কল্যাণ বোর্ডের কর্মকর্তা ও কর্মচারীরা পায় ১০০% বোনাস আর শিক্ষকরা পায় ২৫% বোনাস। আজব নীতিমালা। আর ৫০০/- টাকার ফিস দিয়ে ভাল কোন ডাক্তার পাওয়া যায় না, ১০০০/- টাকা ঘরভাড়া দিয়ে কোন ফ্যামেলী বাসা পাওয়া যায় না। তার উপরে দ্রব্য মূল্যের উর্ধগতি। একজন এবতেদায়ী শিক্ষক ও অফিস সহকারী ১০ বছর চাকুরী করে উচ্চতর গ্রেড পেয়ে ১০/- টাকা বেতন বাড়ে। এগুলো হাস্যকর নীতিমালা।
Mohammad Ramzan Ali, ০৪ সেপ্টেম্বর, ২০২২
অবসর-কল্যাণের ফাইল অনলাইনে বছরের পর বছর পড়ে থাকে যতক্ষণ পর্যন্ত দালালের মাধ্যমে কিছু হাদিয়া যাবেনা। হাদিয়া দিলে ফাইলে ভুল থাকলেও সব মাফ আর হাদিয়া না দিলে এক বছর পরে ফোন করে বলবে, আপনার এমপিও সিটটি অস্পষ্ট , এটা নিয়ে আসেন। ওটা নিয়ে যাওয়ার কিছুদিন পরে আরেকটার কথা বলবে। এভাবে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীরা হয়রানির শিকার হচ্ছেন। তাই আমার প্রস্তাব হলো, কোন শিক্ষক-কর্মচারী অবসর গ্রহণের সাথে সাথে তার একাউন্টে তার প্রাপ্য টাকা হিসাব করে পাঠিয়ে দেওয়া হোক।
Syed Mohammad Ahid Hosin, ০৪ সেপ্টেম্বর, ২০২২
অবশ্যই ভালো সংবাদ। কিন্তু যাদের স্কেল পরিবর্তন হয়েছে। তাদের ক্ষেত্রে কী হবে।
Mir Muhammad amimul ehsan, ০৪ সেপ্টেম্বর, ২০২২
ধন্যবাদ!!!
Md. Enamul haque, ০৪ সেপ্টেম্বর, ২০২২
তাঁকে পাগলে ধরেছে।