মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

Ataur, ১৬ ফেব্রুয়ারি, ২০২৩
সালাম নিবেন। আমি নীলফামারী জেলার সৈয়দ পুর উপজেলার খালিশা বেলপুকুর স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক। আমি দৈনিক শিক্ষার একজন নিয়মিত পাঠক। আপনার প্রতিটি নিউজে মানুষের আস্থাভাজন লাভ করেছে। আমি আপনাকে অনুরোধ করবো সহকারী প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের বেতন কোড একই অর্থাৎ ৮ম গ্রেড নিয়ে একটি নিউজ করতে। সহকারী শিক্ষকরা যদি ১৬ বছর পর ৯ম থেকে ৮ম গ্রেডে উন্নীত হতে পারেন তাহলে সহকারী প্রধানরা কেন ৮ম থেকে ৭ম গ্রেড পাবেনা? আমরা কী সহকারী প্রধানরা এই পদে আসা কি ভুল করেছি?
মোঃ আলমগীর হোসেন, ১৮ অক্টোবর, ২০২২
শিক্ষক নিয়োগ পরীক্ষায় তলানীর মাকর্স পাওয়া শিক্ষককে কুক্ষমতার বলে নিয়োগ দিলে তো এমনই হওয়ার কথা।অন্যদিকে সৎ, জ্ঞানী ও চৌকস শিক্ষক যে নিয়োগ পরীক্ষায় টপ হয় তাকে নিয়োগ দেওয়া হয়না।এমন করেই হাজারো প্রতিষ্ঠানে হাজারো শিক্ষক নিয়োগ দিয়েছেন আমাদের বিজ্ঞ কমিটির অভিজ্ঞ সদস্যরা।তবে সেদিন আর হয়তো দেরি নেই যেদিন টপরাই নিয়োগ পাবে।আর এটা না হলে আমাদের ধ্বংস নিশ্চিত।
মোঃ আলমগীর হোসেন, ১৮ অক্টোবর, ২০২২
শিক্ষক নিয়োগ পরীক্ষায় তলানীর মাকর্স পাওয়া শিক্ষককে কুক্ষমতার বলে নিয়োগ দিলে তো এমনই হওয়ার কথা।অন্যদিকে সৎ, জ্ঞানী ও চৌকস শিক্ষক যে নিয়োগ পরীক্ষায় টপ হয় তাকে নিয়োগ দেওয়া হয়না।এমন করেই হাজারো প্রতিষ্ঠানে হাজারো শিক্ষক নিয়োগ দিয়েছেন আমাদের বিজ্ঞ কমিটির অভিজ্ঞ সদস্যরা।তবে সেদিন আর হয়তো দেরি নেই যেদিন টপরাই নিয়োগ পাবে।আর এটা না হলে আমাদের ধ্বংস নিশ্চিত।
Hafizur Rahman, ১৭ সেপ্টেম্বর, ২০২২
রাজনৈতিক মহাসংকট
Md. Badsha Ali, ১৫ সেপ্টেম্বর, ২০২২
সক্ষম শিক্ষকের মহাসঙ্কট , High School , Technical School , Madrasa School ,Non Government College ,A সক্ষম শিক্ষকের মহাসঙ্কটে ভুগছে বাংলাদেশ .Sarkarar uchit Specific Subject ar Teacher Niog Dia Desh unnoti kora Subject Holo English , Bangla , Math ,Physic ,Chemistry , ,Zology , Botany , ICT( Hons), Md.Badsha Ali Chemistry ( School , College Registration ) 2008th ,2010 th
Mohammad Ramzan Ali, ১৩ সেপ্টেম্বর, ২০২২
স্কুল-কলেজ ও মাদরাসা যখন নতুন প্রতিষ্ঠিত হয় তখন প্রাতিষ্ঠানিক বেতন থাকে নাম মাত্র। সেই বেতনে চাকরি করার জন্য আসে যারা দূর্বল শিক্ষক। কিছু কিছু সবল শিক্ষক আসে নিজের বিদ্যা চর্চাকে ভাল রেখে একটা চাকরি না পাওয়া পর্যন্ত। যখন প্রতিষ্ঠানগুলো এমপিওভূক্ত হয়ে যায়, তখন সবল আর দূর্বল সবাই এমপিওভূক্ত হয়ে যায়। তারা পদত্যাগ বা অবসরে না যাওয়া পর্যন্ত প্রতিষ্ঠানে শিক্ষার মান করে যায়। আবার কিছু কিছু দূর্বল শিক্ষক নিয়মিত বিদ্যা চর্চা আর পাঠদান করতে করতে সবল ও অভিজ্ঞ হয়ে যায়, তাদের থেকে শিক্ষার্থীরা উপকৃত হয়। আর কিছু কিছু শিক্ষক প্রধান আর কমিটির তোষামোদি করতে করতে পাঠদানে দূর্বল হয়ে যায়। পরিচালনা কমিটি কর্তৃক নিয়োগের ক্ষেত্রে যারা যোগ্যতার মানদন্ডে উত্তীর্ণ হয়েছে তারাই সবল শিক্ষক,আর যারা ঘুষের মানদন্ডে উত্তীর্ণ হয়েছে তারাই দূর্বল। আর এনটিআরসিএ কর্তৃক যারা যোগ্যতার মানদন্ডে উত্তীর্ণ হয়েছে তারাই সবল আর যারা ঘুষের মানদন্ডে উত্তীর্ণ হয়েছে তারাই দূর্বল।
MD. ABU TAYEF SARKER, ১৩ সেপ্টেম্বর, ২০২২
শিক্ষা এক মহান ব্রত শিক্ষক তার কারিগর সরকারি হোক বেসরকারি হোক , বর্তমান প্রেক্ষাপটে একজন গার্মেন্ট কর্মী যখন ছাঁদ পিটাইয়া বাড়ি করে তখন একজন শিক্ষক তো অন্য গ্রহের মানুষ নয় তার পরিবার আছে পরিবেশ আছে । দোষ কারো একার নয় । আমার বিশ্বাস এর তিন বিষয় দায়ী ১. সামাজিক অবক্ষয় ২. অর্থনৈতিক অবক্ষয় ৩ . রাজনৈতিক অবক্ষয় । বিশেষ করে বর্তমানে সবস্থানেই রাজনীতি করেন । ক্ষমা প্রার্থী ভুল হলে।
Mohammed Jashim Uddin, ১২ সেপ্টেম্বর, ২০২২
স্বাধীনতত্তোর সময়ে অধিকাংশ প্রাথমিক শিক্ষক ছিলেন নন-মেট্রিক।তাঁরা যে আন্তরিকতা, সহনশীলতা, ধৈর্য্য,স্নেহ, মায়া মমতা ও শাস্তির মাধ্যমে শিক্ষার্থীদের মানুষ করার চেষ্টা করতেন সে চেষ্টা বর্তমানে নাই বললেই চলে।বর্তমানে স্নাতক ও স্নাতকোত্তরদের নিয়োগ দানের ফলে তাঁদের যোগ্যতার সাথে পদ মাননসই না হওয়ায় তাঁরা পেশার সাথে নিজেদের সমন্বয় করতে পারছেননা।অপরদিকে তাঁদের চেয়ে কম যোগ্যতার কারণে প্রধান শিক্ষকগণও তাঁদের নিয়ন্ত্রণ করতে পারছেননা।আমার মনে হয়,প্রাথমিক স্তরে উচ্চ মাধ্যমিক পাশ মেধাসম্পন্ন শিক্ষক নিয়োগ দেয়াই যুক্তিযুক্ত।
মোঃ হারুনুর রশীদ, ১১ সেপ্টেম্বর, ২০২২
বেসরকারী শিক্ষকগন যে টাকা বেতন পান তাতে উনাদের সক্ষমতা থাকার কথা নয়। বর্তমানে এই দুর্মূল্যের বাজারে তাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। শিক্ষকতা পেশায় সন্মানজনক বেতন প্রদান না করলে অদুর ভবিষ্যতে কোন মেধাবী শিক্ষক এখানে চাকুরী করতে চাইবেন না।আর যারা এ পেশায় নিয়োজিত রয়েছেন তারা কোন উপায়ন্ত না পেয়ে শিক্ষকতায় নাম লিখিয়েছেন। আমার মনে হয় পৃথিবীর সর্বনিম্ন বেতনে বাংলাদেশের শিক্ষকগন চাকুরী করে থাকেন।যার ফলশ্রুতিতে সংসারের টানাপড়েন সামাল দিতেই শিক্ষকগন বেসামাল।পেট ক্ষুদে রেখে কখনোই সক্ষম শিক্ষক পাওয়া যাবে না।
মোঃ মানিক উদ্দিন, ১০ সেপ্টেম্বর, ২০২২
আগে উচ্চ নীতি নির্ধারকদের দিকে আমাদের খেয়াল করা উচিত যে, তারা কি সঠিক প্রক্রিয়ায় নীতি নির্ধারক হয়েছেন। না অন্য.........................। দেখুন শিক্ষা নীতিমালা যারা তৈরী করেন তারা কি আসলে যথাযথ শিক্ষা ব্যবস্থা বুঝতে পারেন কিনা? তারা তো নিজের ইচ্ছামত যেভাবে মন চায় সেভাবে নীতিমালা তৈরী করে যোগ্য প্রার্থীদের অযোগ্য ঘোষণা করেন। এটা কি..........