মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

Md billal hossain, ১৯ সেপ্টেম্বর, ২০২২
জানতে চাই,,,,,,,নেকটার (বগুড়া) এই প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত সার্টিফিকেট জাল কেন? কোন ব্যাখ্যা দেওয়া নেই। নেকটার (বগুড়া) কি জবাব পাঠালেন তা সহকারে প্রকাশ করা দরকার। অনেক সময় সঠিক থাকার পরেও জাল বলে শিক্ষদের হয়রানি করা হয়।
Md. Mizanur Rahman, ১৮ সেপ্টেম্বর, ২০২২
মাল দিলে জাল সনদও আসল সনদ হয়ে যাবে। এটা বাংলাদেশ । অনেক অফিসে লেখা থাকে, আমি ও আমার অফিস ঘুষ মুক্ত, আবার দূর্ণীতিবিরোধী আলোচনা, সমাবেশ, র‍্যালী সবই হয়, কই দূর্ণীতিতো একটুও কমে না।
আব্দুস সবুর মিয়া, ১৬ সেপ্টেম্বর, ২০২২
জাল শিক্ষক কথাটি শুনলে খারাপ লাগে কেননা আমি নিজেও এই পেশায় আছি আর আমার বাবা ছিলেন একজন আর্দশ শিক্ষক। বাবার প্রবল ইচ্ছা আর অনুপ্রেরণায় এই মহান পেশায় আসা।জানিনা নিজেকে শিক্ষক হিসেবে গড়তে পারব কিনা।তবে এই পেশায়জড়িত হবার পর বুঝতে পারছি কেমন ছিলেন প্রাথমিক, মাধ্যমিক, ও কলেজের স্যার।জ্ঞান,দক্ষতা ও মননে ছিলেন অন্যন্য।তাঁদের রেখে যাওয়া পেশাকে কলংকের কালিমা লেপন করছে জাল শিক্ষক। মহান পেশাকে করেছে কুলসিত কতিপয় নামধারী জাল সনদ ধারী (সার্টিফিকেট, প্রত্রিকার নকল বিজ্ঞাপন দেখিয়ে আর কতো কিছু) যা পত্র পত্রিকার মাধ্যমে সকলেই অবগত।ধন্যবাদ দৈনিক শিক্ষা পত্রিকা কে তার দায়িত্বশীল কাজের জন্য। কাজের ধারা বজায় রাখলে মহান পেশার গায়ে যে কলংকের দাগ লেগেছে তা অচিরেই ধুয়েমুছে যাবে আশাকরি। সবশেষে বলি মহানপেশায় বৈধ শিক্ষক থাক অবৈধভাবে নিয়োগ যাদের তারা বাদ যাক।ধন্যবাদ প্রিয় পত্রিকা।
md shahadat Hossain, ১৫ সেপ্টেম্বর, ২০২২
পাঙ্গাশিয়া উচ্চ বিদ্যালয় ,কলম,সিংড়া নাটোর ,মোঃ মজনু মিয়া গত ১৯/০৬/২০১২ যোগদান করেন,সিরিয়াল-১০০৯৪৩৬৪,রেজিঃ-১০০০০৬২৩৫৬,রোল-৩০৭২৭৪৯৩,বর্ষ-২০১১,রেজাল্ট-৪ মার্চ-২০১২ ,গত ২৩/১০/২০১৯ সালে,জাল সনদের বিরুদ্ধে ব্যাবস্থা গ্রইনের জন্য, সচিব মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয় সচিবালয় বরাবর আবেদন দেওয়া আছে।
Milon, ১৩ সেপ্টেম্বর, ২০২২
আমাদের কলেজেও জাল সার্টিফিকেট ধারী শিক্ষক আছে কি ভাবে প্রকাশিত করব প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন ।
md shahjahan, ১৩ সেপ্টেম্বর, ২০২২
জাল সনদ ধারি শিক্ষক । শিক্ষক সমাজের কলঙ্ক।
Masudsir, ১২ সেপ্টেম্বর, ২০২২
জামালপুর জেলার তালিকা প্রকাশ করুন!
Md.mostafa kamal, ১২ সেপ্টেম্বর, ২০২২
জাল সনদ বিক্রয় কারীদের আগে চিিন্হিত করা প্রয়োজন। কয়েকটি ধাপ পেরিয়ে এম,পি,ও ভূক্ত হতে হয়্,তাহারা কি দায়ী হতে পারে না?
Md.mostafa kamal, ১২ সেপ্টেম্বর, ২০২২
জাল সনদ বিক্রয় কারীদের আগে চিিন্হিত করা প্রয়োজন। কয়েকটি ধাপ পেরিয়ে এম,পি,ও ভূক্ত হতে হয়্,তাহারা কি দায়ী হতে পারে না?
Md.mostafa kamal, ১২ সেপ্টেম্বর, ২০২২
জাল সনদ বিক্রয় কারীদের আগে চিিন্হিত করা প্রয়োজন। কয়েকটি ধাপ পেরিয়ে এম,পি,ও হয়,তাহারা কি দায়ী হতে পারে না?
S M RAJU, ১২ সেপ্টেম্বর, ২০২২
জানতে চাই,,,,,,,নেকটার (বগুড়া) এই প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত সার্টিফিকেট কি জাল????????
Tabiatkowser, ১২ সেপ্টেম্বর, ২০২২
এইসব জাল মার্কা শিক্ষক নামের কুলাঙ্গাররা জাতির শ্রেষ্ঠ বালা মচিবত। এদের থেকে হাজার হাজার মাইল অবস্থান করা দরকার।
Md. Badsha Ali, ১২ সেপ্টেম্বর, ২০২২
সক্ষম শিক্ষকের মহাসঙ্কট! Primary School ,High School , Intermediate College , Degree College , All College শিক্ষাদানে সক্ষম শিক্ষকের মহাসঙ্কটে ভুগছে বাংলাদেশ।