মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

Md. Robiul Aftab, ২০ সেপ্টেম্বর, ২০২২
শিক্ষক হলো মানুষ গড়ার কারিগর সে হাইস্কুলে চাকরি করুক অথবা মাদ্রাসা চাকরি করুক অথবা কলেজের চাকরি করূকএটাই বাস্তব। ইস্কুল ও কলেজে চাকরি করে একজন শিক্ষক যদি উচ্চতর টাইম স্কেল পায় তাহলে মাদ্রাসায় চাকরি করে একজন শিক্ষক কেন উচ্চতর স্কেল পাবে না এটা কি আসলে একই জায়গায় দুই ধরনের বৈষম্য। আমি সরকারের কাছে জানতে চাই যে আসলে স্কুল কলেজে যারা চাকরি করে তাদের মধ্যে যেমন জেনাল শিক্ষক আছে এসিস্ট্যান্ট টিচার শারীর শিক্ষা ম্যাথের টিচার আছে যেমন তেমনি মাদ্রাসায় শারীরিক শিক্ষার টিচার আছে। আমি মনে করি আসলে তুমি অমানবিক কারণ একই দেশে বসবাস করে স্কুল কলেজে যারা চাকরি করে শিক্ষকতা করে তারা উচ্চতর গ্রেড পাবে আর মাদ্রাসা চাকরি করে জেনারেল শিক্ষক শারীরিক শিক্ষা অথবা অথবা জীববিজ্ঞান উচ্চতর গ্রেড পাবে না এটা আসলে একই দেশে কেন এই বৈষম্য এই বৈষম্য কি কখনো দূর হবে না। আমি একজন শারীরিক শিক্ষার শিক্ষক হিসেবে গত০২/০৯/২০২২ তারিখে এপ্লাই করেছিলাম কিন্তু আমার এপ্লাই তে বলা হয়েছে যে প্রাপ্যতা নাই।