মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

Tabiatkowser, ২০ সেপ্টেম্বর, ২০২২
ক্ষমতার অপব্যবহার করা কোনমতে কাম্য নয়।
S M RAJU, ২০ সেপ্টেম্বর, ২০২২
কক্ষ পরিদর্শক ও পরীক্ষার্থীর মোবাইল ভেঙ্গে ফেলা এসময়ের একটি দৃষ্টান্ত। কারণ, যেখানে পরীক্ষার নীতিমালায় বলা আছে যে কোন কক্ষ পরিদর্শক ও ছাত্র-ছাত্রী পরীক্ষার হলে মোবাইল ফোন নিয়ে আসতে পারবে না। বর্তমান এমন সময় অতিবাহিত হচ্ছে যে, শিক্ষার্থী শিক্ষকের কথা শোনে না। ক্লাসে মোবাইল নিয়ে আসা বা স্কুল-কলেজের পরীক্ষাগুলোতেও মোবাইল নিয়ে আসতে নিষেধ করলেও শোনে বেশির ভাগ ছাত্র-ছাত্রী। এর মূল কারণ হচ্ছে শাসন ব্যবস্থা তুলে দেওয়া। অর্থাৎ শিক্ষকের হাত থেকে বেত তুলে নেওয়া। শুধু পাসের হার বৃদ্ধি করাই মূল শিক্ষা না, প্রকৃত শিক্ষায় শিক্ষিত করানোই হচ্ছে আসল শিক্ষা।।।।
Md. Rafiqul Alam, ২০ সেপ্টেম্বর, ২০২২
‌মোবাইল ফোন ভে‌ঙে ফেলার ঘটনা স‌ত্যিই দুঃখজনক। ওনার উ‌চিত ছিল ফোন গু‌লো কেন্দ্র স‌চি‌বের নিকট জমা রাখা। এত বড় গাদ্দা‌রি শিক্ষক ব‌লে মে‌নে নি‌য়ে‌ছে। অন্যরা মানত না। মোবাইল গু‌লো কি‌নে নি‌য়ে ওনা‌কে‌ বান্দরবান পাঠা‌নো উ‌চিত ছিল।