মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

Md Zahangir Alam, ৩০ সেপ্টেম্বর, ২০২২
প্রধান শিক্ষক বলে কথা। তারা যেমনটি মনে করে। এক সময় তাদের একাউন্ট দিয়ে সব শিক্ষক বেতন পেত তখন ছিল এক রকম দুর্নীতি। ডিজিটাল বাংলাদেশে একটু মডিফাই হয়েছে। হেড মাস্টার স্কুলে না এসেও স্কুল চলছে। শিক্ষাদান না করেও শিক্ষক। এগুলো দেখবেই বা কে? যারা দেখভাল করবেন তাদের পোয্যপুত্র হেডমাস্টার। সহকারীরা অস্পৃশ্য। তাদের কে সময় মত উপস্থিত থেকে ক্লাস করতে হব। ভালো মন্দ বলা আইনত অপরাধ।
Md. Mizanur Rahman, ২৯ সেপ্টেম্বর, ২০২২
এ যেন জেলার শ্রেষ্ঠ ফাকিবাজ প্রধান।
Rezaul Karim, ২৬ সেপ্টেম্বর, ২০২২
এভাবেই চলছে!!!
মোঃআবুল হাসান, ২৫ সেপ্টেম্বর, ২০২২
পরীক্ষার মাধ্যমে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচন করা হউক। অধিকাংশ প্রতিষ্টানে সজনপ্রীতির মাধ্যমে শ্রেষ্ট শিক্ষক নির্বাচন করা হচ্ছে।
Md Nasir Master, ২৪ সেপ্টেম্বর, ২০২২
এই জন্যেই বাংলাদেশের নাম দুর্নিতির বাংলাদেশ ।
মোঃ মঞ্জুর মোর্শেদ, ২৪ সেপ্টেম্বর, ২০২২
আরো পাওয়া যাবে খোঁজ করলেই। দূর্নীতির আখড়া মাধ্যমিক শিক্ষা অফিসগুলো। টাকা ছাড়া ফাইল নড়ে না, হয় না কোন কাজ। অনৈতিক ও অবৈধভাবে যে কাজ প্রতিষ্ঠান প্রধানের করার কথা সে কাজ করে মাধ্যমিক শিক্ষা অফিসের করণীক, নাইট গার্ড।
Md.Suman Hossain, ২৪ সেপ্টেম্বর, ২০২২
সব যায়গায় একই অবস্থা।তেল আর তেক
KAMRUL AHMED, ২৩ সেপ্টেম্বর, ২০২২
প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে যদি এমন হয়ে থাকে তবে হাই স্কুলের ক্ষেত্রে আরো বেশি।