মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

MD. SHAMIM HOSSAIN, ০১ অক্টোবর, ২০২২
আগামী ৩১ অক্টোবরের মধ্যে মুক্তপাঠে 'জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ২০২১ অনলাইন প্রশিক্ষণ' বিষয়ক কোর্সটি করতে হবে সব শিক্ষককে। কিন্ত মা্দ্রাসার শিক্ষকদের পিডিএস ID পাওয়া যাচ্ছে না তাহলে ৬ অক্টোবের মধ্যে 'জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ২০২১ অনলাইন প্রশিক্ষণ' বিষয়ক কোর্সটি সম্পন্ন করতে বলা হয়েছে। তাহলে আমরা কি করব। অধিদপ্তর আরও বলছে, এ প্রশিক্ষণটি বাধ্যতামূলক। এ প্রশিক্ষণ ছাড়া কোন শিক্ষক সরাসরি প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পারবেন না। নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে ট্রেনিং কার্যক্রম সব শিক্ষক অংশগ্রহণ করবে কিন্ত ট্রেনিংয়ে অংশ নিতে না পারলে শিক্ষকরা নতুন শিক্ষাক্রমের ক্লাসে অংশ নিতে পারবেন না। তাহলে যারা অনলাইনে 'জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ২০২১ অনলাইন প্রশিক্ষণ' বিষয়ক কোর্সটি সম্পন করতে না পারলে তারা কি প্রশিক্ষণ নিতে পারবে ?
মোঃ মঞ্জুর মোর্শেদ, ০১ অক্টোবর, ২০২২
অনলাইনে প্রশিক্ষণটি করতে পিডিএস আইডি দরকার। কিন্তু ৯৫% মাদ্রাসার প্রধানরা শিক্ষকদের MEMIS সার্ভারের আপডেট দেন না। এছাড়া বর্তমানে মাদ্রাসা শিক্ষকদের পিডিএস আইডি যাচাইয়ের কোন ব্যবস্থা নেই। এতসব সমস্যা দ্রুত সমাধান সম্ভব কী? সমস্ত সমস্যার সমাধান করতে না পারলে হাজার হাজার শিক্ষক চিঠি অনুসারে প্রশিক্ষণ পাবে না।এছাড়া মণিরামপুর, যশোরের MEMIS সার্ভারের আইডি ও পাসওয়ার্ড ৯৯% সুপার জানেন না। জানলেও তা এখন মনে নেই বা ভুলে গেছেন কর্তব্যহীনতার কারণে।
Kamrul Islam, ০১ অক্টোবর, ২০২২
মাদরাসার পি ডি এস কীভাবে পাবো?
Abdus Salam, ৩০ সেপ্টেম্বর, ২০২২
মাদরাসার পি ডি এস তো পাওয়া যাচ্ছে না। আবার ৬ তারিখের মধ্যে কোর্স করার তাগিদ।
Nazam Uddin, ৩০ সেপ্টেম্বর, ২০২২
মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ প্রতি প্রতিষ্ঠান ২/৪ জন্য নিয়েছে। বাকিদের সনদ ঐ ওই ২/৪ জনেই অর্জন করে দিয়েছে। এবারও তার ব্যাতিক্রম হবে বলে মনে হয় না।