মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

মাহমুদ, ১৩ ডিসেম্বর, ২০২২
নীতিমালার ৯.৩,৯.৪ এবং ১০ ধারা সত্ত্বেও , কেন আবেদন বাতিল বন্ধ করার জন্য আবার নতুন করে পরিপত্র জারি করতে হবে সেটাই বোধগম্য না । শিক্ষকরা কেন বারে বারে বিপদের সম্মুখীন হবে , বৈধভাবে নিয়োগ নিয়ে । এতবার ভেরিফিকেশনের পরেও , সেটাই নতুন করে প্রশ্ন । আর ঘুষ দিয়ে নয়, নীতিমালার ধারাতেই অনেকে এমপিও পেয়েছে । সেখানে পোস্ট শূন্য, প্যাটার্ন শূন্য, পোস্ট এমপিও তাই তাদের এমপিও দিয়েছে । বরং তাদের না দিলে সেটা নীতিমালা লঙ্ঘন হত । আর সেই কারণেই মন্ত্রণালয়ের সব স্যাররা পজেটিভ । তারাও ফাইল আটকে দেয়ার বিষয়কে অবিশ্বাস্য বলে মনে করছেন । যেহেতু এগুলো সব বৈধ পোস্ট । বিশেষ করে , ১০ ধারা মোতাবেক , আইসিটি , ভৌত বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষার শিক্ষকরা যেহেতু বিধি মোতাবেক নিয়োগ , তাই তাদের এমপিও পাওয়া অগ্রাধিকার । আর যেহেতু সুপারিশপত্র কিংবা নীতিমালায় কোথাও উল্লেখ নেই যে ননএমপিও সুপারিশ পেলেই সে জীবনে বেতন দাবী করতে পারবে না । আশা করি, দৈনিক শিক্ষা সব সময় শিক্ষকদের পাশে দাঁড়াবে । কারণ ডিডি কিংবা ডিরেক্টররা স্যাররা দৈনিক শিক্ষাকেই ফলো করে ।
Rajen, ২৩ নভেম্বর, ২০২২
শুধুমাত্র ২০১৬ সালের আগে নিয়োগপ্রাপ্ত বাদপড়া ডিগ্রী তৃতীয় শিক্ষকরা বেতন পাবেন না,তাইতো?