মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

Abdur Rahman, ২৯ নভেম্বর, ২০২২
অনেক অশিক্ষিত কিন্তু শিক্ষক পদে চাকরি নিয়ে নিজেকে বুদ্ধিমান মনে করেন।
Nazneen Sultana, ২৮ নভেম্বর, ২০২২
৩৫+......বয়সের অজুহাততো......হাতকড়া পড়িয়েই দিয়েছে NTRCA কর্তৃক নিবন্ধিত শিক্ষকদের হাতে।
Nazneen Sultana, ২৮ নভেম্বর, ২০২২
নিয়োগ প্রক্রিয়া বেশ কয়েক বছর বন্ধ থাকার পর NTRCA তার দায়িত্ব নিল...নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করতে। আর গণবিজ্ঞপ্তির ব্যাপারটাও.....১ম থেকে ১৬শ NTRCA এর পরীক্ষা পদ্ধতি যেখানে বারবার বদলেছে......মার্কস কখনো উদারভাবে..কখনো.....দেয়া হয়েছে.....একি পাল্লায় মেপে নিয়োগ....কি করে fair হয়....কোন সুস্থ মস্তিষ্কের মানুষের পক্ষে তা বোধগম্য নয়। একজন শিক্ষক হিসেবে কামনা করছি যেন সবাই কায়মনোবাক্যে সুস্থ থাকি এবং সুস্থতার পরিচয় দেই।
Nazneen Sultana, ২৮ নভেম্বর, ২০২২
আসসালামু আলাইকুম ".....এনটিআরসিএর মতিগতি বুঝতে পারা এক কঠিন কাজ। " সত্যিই তাই। ১৩ তম নিবন্ধন পাশদের কথাটা ঘুরেফিরে আসেই কারণ তারাই প্রথম ৩ ধাপ পরীক্ষায় অংশগ্রহন করে চূড়ান্ত ফলাফল লাভ করেছিলেন.....সাথে ছিল তিন মাসের মধ্যে নিয়োগ প্রদানের প্রতিজ্ঞা (সংশ্লিষ্ট কর্তৃপক্ষের)। তাই উপজেলা পর্যায়ে মেধাতালিকা করা হয়েছিল। নিশ্চিত চাকুরী!!!! কিন্তু কি হল এরপর? রিট আবেদন করেছেন কয়জন? বাকিরা করলেন না কেন? কারণ তাদের সেই সুযোগ নেই টাকা খরচ করে এতে অংশ নেয়ার....এমন কি শাহবাগে জড়ো হওয়ারও। যে টাকা এতে লাগবে....অতি সামান্য হলেও.....তা পরিবারের অনেক গুরুত্বপূর্ণ কিছুতে দিতে হবে বলে। "মধ্যবিত্তরা সমাজের মেরুদণ্ড"- এই নীতি কথা মানি। মনুষ্যত্বের পরিচয় দিতে। কিন্তু তাদের জন্য সম্মান নিশ্চিত করতে পারি না.....কারণ নীতি বাক্যে বাকিটা আর লেখা নেই।
মোঃ সিদ্দিকুর রহমান, ২৭ নভেম্বর, ২০২২
শুধু ১৩তমদের কথাই বললেন! ১১ তম আইসিটি নিবন্ধন্ধারী হয়েও এখন পর্যন্ত নিয়োগ পাইনি। ntrca-এর একেক সময় একেক ধরনের নিয়মের কারণে প্রতিবার বঞ্চিত হচ্ছি। ৬৪ মার্ক পেয়েও নিয়োগ বঞ্চিত অথচ 54 পেয়েও চাকুরী করছে আমার জানা এক জনে। কোন দেশে আমরা বাস করছি বলতে পারেন?! একটা চাকুরী হবে তারপর বিয়ে করবো এ আশায় থেকে এখনো বিয়ে করা হয়নি, বয়স পেরিয়ে যাচ্ছে শেষ অবধি বিয়ে করতে পারবো কিনা জানি না। আল্লাহ তায়ালা ntrca-এর উপর হয় রহমত দিক না হয় গজব দিক। আর ধৈর্য ধারণ করতে পারছি না।
Abdur Rahman, ২৬ নভেম্বর, ২০২২
কাকে বিশ্বাস করবো
Abdur Rahman, ২৫ নভেম্বর, ২০২২
দৈনিক শিক্ষাডটকমের সব তথ্যই সত্য
Md. Showkhin Uddin, ২৫ নভেম্বর, ২০২২
১ থেকে ১২ তমদের নিয়োগের রায় দৈনিক শিক্ষায় প্রকাশিত হয়েছিল তাহলে তাদের জন্য কেন পদ সংরক্ষন করতে বললেন না
Md Hasan Ali, ২৪ নভেম্বর, ২০২২
সবার আগে ১২তমদের নিয়োগ দেওয়া উচিত এর পরে ১৩তম।
Mozaffor hossain, ২৪ নভেম্বর, ২০২২
আপনি ১৩ তমদেদ কথা বললেন।১৪ তমরা রিট করে নিয়োগের জন্য রায় পেয়েছে সেইটা বললেন না কেন? ১৪ তমদের রায় এর খবর দৈনিক শিক্ষা প্রচার করেছিল। আশা করছি ১৪ তমদের সম্পর্কে কিছু লিখবেন।
Abdur Rahman, ২৪ নভেম্বর, ২০২২
স্যার ১৩ তমদের পক্ষে খুবই তো সাফাই গাইলেন।তবে সাফাই গাওয়ার আগে ভালকরে তথ্য উপাত্ত বিচার বিশ্লেষণ করে লেখা উচিত ছিল।আপনি কি করে ভুলে গেলেন যে, ১২তম নিবন্ধন থেকে প্রথমে উপজেলা ভিত্তিক মেধাতালিকা প্রনয়ণ করে এনটিআরসিএ।এই ১২তম নিবন্ধন পরীক্ষায় এনটিআরসিএ এর ইতিহাসে সর্বপ্রথমে ১ম ধাপে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়।এই প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণরা ২য় ধাপে লিখিত পরীক্ষায় অংশ গ্রহনের সুযোগ পান।পূর্বঘোষণা অনুযায়ী তৃতীয় ধাপে ভাইভা পরীক্ষা না নিয়ে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদেরকে নিয়ে এনটিআরসিএ'র ইতিহাসে সর্বপ্রথমে উপজেলা ভিত্তিক মেধাতালিক প্রস্তুত করে দেশের প্রতিটি জেলা শিক্ষা অফিসে মেধাতালিকা নোটিস বোর্ডে দেয়া হয়।স্যার আপনি তথ্য দিয়ে লেখলেন, ১৩তম নিবন্ধন পরীক্ষার আগে শুধুমাত্র প্রিলিমিনারি পরীক্ষা দিয়েছে নিবন্ধনধারীরা।স্যার এটি আপনাকে প্রমাণ করতে হবে।