মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

Mizan, ০৬ ডিসেম্বর, ২০২২
বদলীর ব্যবস্থা করা হোক।
Md.Rafiqul Islam, ০৩ ডিসেম্বর, ২০২২
বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কে পদোন্নতি দিয়ে সহকারী প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষক কে পদোন্নতি দিয়ে প্রধান শিক্ষক করার ব্যবস্হা বাস্তবায়ন করার জন্য মাননীয় শিক্ষামন্রী ও শিক্ষা উপমন্ত্রী মহোদয়ের প্রতি বিনীত অনুরোধ করছি। উল্লেখ্য এধরনের পদোন্নতির ব্যবস্হা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে চালু আছে।
MD. MASUD RANA, ০৩ ডিসেম্বর, ২০২২
ইনডেক্সধারীরা, আপনারা অযাথা কেন ঝামেলা করছেন। কোন দরকার নেই। যেহেতু একটা সিদ্ধান্ত নিয়েছেন এনটিআরসিএ, সেহেতেু বদলির একটা সিদ্ধান্তও নিবেন । হয়তো একটু সময় লাগবে। কোন চিন্তা নাই, বদলির জন্য কাজ চলছে। ইনশাআল্লাহ আপনাদের বদলির ব্যবস্থা হবেই হবে।
MD. MASUD RANA, ০৩ ডিসেম্বর, ২০২২
ইনডেক্সধারীরা, আপনারা অযাথা কেন ঝামেলা করছেন। কোন দরকার নেই। যেহেতু একটা সিদ্ধান্ত নিয়েছেন এনটিআরসিএ, সেহেতেু বদলির একটা সিদ্ধান্তও নিবেন । হয়তো একটু সময় লাগবে। কোন চিন্তা নাই, বদলির জন্য কাজ চলছে। ইনশাআল্লাহ আপনাদের বদলির ব্যবস্থা হবেই হবে।
Mohammad Ramzan Ali, ০৩ ডিসেম্বর, ২০২২
দূরবর্তী এলাকার শিক্ষক-কর্মচারীরা আপন এলাকায় যাওয়ার জন্য প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ প্রয়োজন। প্রতিষ্ঠানের মালিক দাবীদার প্রভাবশালী প্রতিষ্ঠান প্রধানের স্বেচ্ছাচারীতা থেকে বাঁচার উপায় বদলী প্রথা বা প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ। পরিচালনা কমিটির অশিক্ষিত লোকের হাত থেকে নিজের ইজ্জত রক্ষার জন্য বদলী প্রথা বা প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ রাখা। আবার অযোগ্য শিক্ষকরা এক জায়গায় দীর্ঘদিন থাকার দরুন প্রধান আর কমিটির তাবেদার হয়ে অলস, গর্ধব, স্বেচ্ছাচারী ও স্বৈরচারী হয়ে উঠেছে, তাঁদেরকে বাধ্যতামূলকভাবে বদলী করা জরুরী। তাই বদলী প্রথা বা প্রতিষ্ঠান পরিবর্তনের নিয়ম চালু রাখা প্রয়োজন।
MD. JAHANGIR KABIR, ০৩ ডিসেম্বর, ২০২২
অনেক ধন্যবাদ দৈনিক শিক্ষাকে। বেসরকারি শিক্ষকদের নিয়ে এমন গুরুত্বপূর্ণ সংবাদ সামনে আনার জন্য। সব চাকুরীতেই বদলির সুযোগ আছে। বেসরকারি শিক্ষকদের বেলাই এমনটা দুখঃজনক ইতিবাচক পরিবর্তন আসুক।
Abdur Rahman, ০২ ডিসেম্বর, ২০২২
বদলির ব্যবস্হাই হল উত্তম ব্যবস্হা!
Mozaffor hossain, ০২ ডিসেম্বর, ২০২২
ইনডেক্সধারীরা আবেদন করলে শিক্ষক সংকট সৃষ্টি হচ্ছে। তাই মন্ত্রণালয় সঠিক সিদ্ধান্ত নিয়েছে। পরে বদলি হলে কি সমস্যা।যারা চাকরি পায়নি তারা কি সুখে আছে ? নতুরা চাকরি পাবেন এটাই স্বাভাবিক।ইনডেক্সধারীরা সাথপর। বারবার সুপারিশ নিব জয়েন করবে না ব্যাবসা শুরু করেছে।
MD:Nazmul Huda, ০২ ডিসেম্বর, ২০২২
ইনডেক্স ধারীদের বদলী না দিয়ে এমন হঠকারী সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
মোঃ আবু বাকের সিদ্দিক, ০২ ডিসেম্বর, ২০২২
আমরা যারা দূরে আছি, সত্যিই অনেক কষ্টে আছি। আমরা বর্তমানে যে বেতন পাচ্ছি, তা দিয়ে নিজ বাড়ি থেকে ৭০০/৮০০ মাইল দূরে বাসা বাড়া দিয়ে থাকা খুবই কষ্ট হচ্ছে। আমরা যখন ২০১৭ সালে উপজেলায় ১ম/২য় স্থান করে পাশ করি তখন উপজেলায় নিয়োগ দেওয়ার কথা ছিল। আর এখন আমার বাড়ি বরিশাল মেহেন্দিগঞ্জ আর নিয়োগ হয়েছে চট্টগ্রামের চন্দনাইশে।নিজের বিভাগে ও না। তারপর যোগদান করেছি, ভাবছি পরবর্তী নিয়োগ বা বদলির মাধ্যমে নিজ জেলায় চলে আসতে পারবো। আর এখন দেখি আবেদনের সুযোগ থাকছে না। ৪র্থ সার্কুলারে আগে বদলির ব্যবস্থা করলে জাতি অনেক উপকৃত হবে।মানবতার মা মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর প্রতি সুদৃষ্টি কামনা করছি। আমাদেরকে নিজেদের পরিবারের কাছে ফিরে যাওয়ার সুযোগ দিন। কত স্যার / ম্যাডাম আছে নিজেদেরকে সন্তানদেরকে পাশে রাখতে পারছেন না!! পরিবারের কেউ মারা গেলে জানাজা নামাজে কেউ অংশগ্রহণ করতে পারছেন না!! আমরা যারা দূরে আাছি, এটা এনটিআরসিএ জানে তারপরও আমাদের সাথে অমানবিক আচরণ করতেছে!! আমরা বদলি চাই! আমাদের বদলির ব্যবস্থা করুন।
mohd.suza uddin, ০২ ডিসেম্বর, ২০২২
আবেদনের সুযোগ করে দিন অথবা বদলির সুযোগ করে দিন।
Suraiya Akter Akter, ০২ ডিসেম্বর, ২০২২
বদলীর ব্যবস্থা করা হোক ।
Gulam Rabbani, ০২ ডিসেম্বর, ২০২২
দৈনিক শিক্ষাকে অনেক ধন্যবাদ জানাই অন্তরের অন্তরস্থল থেকে এমন গোছানো নিউজ করার জন্য।
ফয়সাল আলম, ০২ ডিসেম্বর, ২০২২
ধন্যবাদ দৈনিক শিক্ষাকে ইনডেক্স ধারীদের বাস্তবসম্মত ও একটি যৌক্তিক দাবি তুলে ধরার জন্য।
কাশেম, ০২ ডিসেম্বর, ২০২২
যে কোন মূল্যে আবেদনের সুযোগ চাই।
কাশেম, ০২ ডিসেম্বর, ২০২২
যে কোন মূল্যে আবেদনের সুযোগ চাই।
কাশেম, ০২ ডিসেম্বর, ২০২২
ধন্যবাদ! দৈনিক শিক্ষাকে। আবেদনের সুযোগ চাই।