মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

Suraiya Akter Akter, ১৮ ডিসেম্বর, ২০২২
বদলী ব্যবস্থা চালু করা হোক ! আমরা একটু স্বস্তির নিশ্বাস ছাড়ি ।
কাজী মুহাম্মদ নূরুল হক, কেন্দ্রীয় সভাপতি, নতুন এমপিওভূক্ত মাদরাসা সুপার ফোরাম।, ১৮ ডিসেম্বর, ২০২২
সত্য কথা , মাদরাসার শিক্ষকগণ অবহেলিত। তাদেরকে দেখার কেউ না। অধিদপ্তর আলাদা করায় সমস্যা বেশি সৃষ্টি হয়েছে।
Ismail Hossain, ১৭ ডিসেম্বর, ২০২২
উপরোক্ত দাবিসমূহ যথাযথ হয়েছে।এসব দাবী মেনে নেওয়া উচিত এবং তৎসঙ্গে দাখিল মাদ্রাসার সুপার ও সহ-সুপারদের বিএড বাধ্যতামুলক ও এই দুইজনের যে কোন একজনকে জেনারেল শিক্ষকদের মধ্য হতে নেওয়া উচিত বলে আমি মনে করি।মাদ্রাসা অধিদপ্তরের কর্মচারীদের খাম-খেয়ালীপনা দুর করারও অনুরোধ জানাচ্ছি।
Ismail Hossain, ১৭ ডিসেম্বর, ২০২২
ধন্যবাদ ।
Ismail Hossain, ১৭ ডিসেম্বর, ২০২২
উপরোক্ত দাবিসমূহ যথাযথ হয়েছে।এসব দাবী মেনে নেওয়া উচিত এবং তৎসঙ্গে দাখিল মাদ্রাসার সুপার ও সহ-সুপারদের বিএড বাধ্যতামুলক ও এই দুইজনের যে কোন একজনকে জেনারেল শিক্ষকদের মধ্য হতে নেওয়া উচিত বলে আমি মনে করি।মাদ্রাসা অধিদপ্তরের কর্মচারীদের খাম-খেয়ালীপনা দুর করারও অনুরোধ জানাচ্ছি।
Mohammad Harunur Rashid, ১৭ ডিসেম্বর, ২০২২
স্কুলে সহকারী শিক্ষকদেন ৮ম গ্রেড দেওয়া হচ্ছ। আমার একজন বন্ধু এবং একজন সাবেক কলিগ (বর্তমানে স্কুলে) তারা দুজনই ৮ম গ্রেড পেয়েছে। আর আমরা মাদ্রাসার শিক্ষকদের প্রাপ্যতা নাই বলে রিজেক্ট করা হচ্ছে। তাই আদালতের আশ্রয় নেওয়ার অনুরোধ রইল ।
মোঃ রফিকুল ইসলাম, ১৭ ডিসেম্বর, ২০২২
আজ বড় দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলছি। জুলাই ২০২২ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে উচ্চতর স্কেলের আবেদন করে যারা ১৫তম গ্রেড থেকে ১৪তম গ্রেডে এসেছে হয় তাদের একটি ইনক্রিমেন্ট দেওয়া হউক না হয় ১৫তম গ্রেড ফিরিয়ে দেওয়া হউক। কারণ১৪তম গ্রেড পেয়ে বেতন ১৬তম গ্রেডের চেয়েও কমে গেছে। বর্তমানে১৪তম গ্রেডে বেতন পাই ১২১৩৮ টাকা। আর ১৫তম গ্রেডে থাকলে বেতন পেতাম ১২৬৬৯টাকা।আবার পরের মাসে আবেদন করে বেতন পায় ১২৬৭৮ টাকা। এক মাস আগে আবেদন করে হয়ে গেলাম জুনিয়র।
মোঃ রফিকুল ইসলাম, ১৭ ডিসেম্বর, ২০২২
আজ বড় দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলছি। জুলাই ২০২২ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে উচ্চতর স্কেলের আবেদন করে যারা ১৫তম গ্রেড থেকে ১৪তম গ্রেডে এসেছে হয় তাদের একটি ইনক্রিমেন্ট দেওয়া হউক না হয় ১৫তম গ্রেড ফিরিয়ে দেওয়া হউক। কারণ১৪তম গ্রেড পেয়ে বেতন ১৬তম গ্রেডের চেয়েও কমে গেছে। বর্তমানে১৪তম গ্রেডে বেতন পাই ১২১৩৮ টাকা। আর ১৫তম গ্রেডে থাকলে বেতন পেতাম ১২৬৬৯টাকা।আবার পরের মাসে আবেদন করে বেতন পায় ১২৬৭৮ টাকা। এক মাস আগে আবেদন করে হয়ে গেলাম জুনিয়র।
Mizanur rahman, ১৭ ডিসেম্বর, ২০২২
সত্য কথা , মাদরাসার শিক্ষকগণ অবহেলিত। তাদেরকে দেখার কেউ না। অধিদপ্তর আলাদা করায় সমস্যা বেশি সৃষ্টি হয়েছে।