দেশে নামে-বেনামে যত্রতত্র ব্যংগাচির মত গড়ে উঠা শিক্ষার সাইনবোর্ড ব্যবহার করে এ-ই সব প্রতিষ্ঠানগুলো সরকারের কোটি কোটি টাকা প্রতিনিয়ত আত্মসাৎ করে যাচ্ছে। অথচ শিক্ষার কোন আগামাথা ঠিক নেই। দেখা যায় এক প্রতিষ্ঠানে শিক্ষার্থী আছে ৮০০-১১০০ জন। কিন্ত অন্য প্রতিষ্ঠানে রয়েছে ১০০-১৩০ জন। কিন্ত প্রতি মাসে সমান বেতন সরকার থেকে ভোগ করে যাচ্ছে। তাই এসব প্রতিষ্ঠানগুলো চিহ্নিত করে খুব তাড়াতাড়ি বাতিল করে দেওয়া হোক। কারণ এসব ভুয়া প্রতিষ্ঠানগুলোর কারণে মানসম্পন্ন প্রতিষ্ঠানগুলো সরকারি করা যাচ্ছে।
Tabiatkowser, ২৩ ডিসেম্বর, ২০২২
কম শিক্ষার্থী থাকা শিক্ষা প্রতিষ্ঠানগুলো কখন বাতিল করা হবে তার প্রজ্ঞাপন জারি করা হোক।
Mozaffor hossain, ২২ ডিসেম্বর, ২০২২
তিনটি বিজ্ঞপ্তিতে যাদের নিয়োগ দিয়েছেন তাদের কি হবে? আমি ২য় গণবিজ্ঞপ্তিতে হয়েছি এমন শত ছিলনা এখন আমি কি করবো। দৈনিক শিক্ষার কাছে অনুরোধ বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ করে বাধিত করবেন।