ভূল ত্রুটি সংশোধনের সুযোগ দেওয়া হোক! ইউনিক আইডি পড়ে গেলে তাদের আর কোনো তথ্য সংশোধন করা যাচ্ছে না! কিন্তু পরিপত্রে এভাবে নির্দেশনা নেই যে একবার যাদের ইউনিক আইডি পড়বে! তাদের আর তথ্য সংশোধন করা যাবে না! তাই আপনাদের মাধ্যমে যথাযথ কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ কামনা করছি! এখন সংশোধন করতে না পারলে পরবর্তিতে অনেক জটিলতা দেখা দিবে! আশা করি আপনাদের মাধ্যমে কতৃপক্ষ বিষয়টি অবগত হবেন! ধন্যবাদ!
Md.Hannan Hosen, ০৫ জানুয়ারি, ২০২৩
এর আগে শিক্ষকদের এতো হয়রানির কি প্রয়োজনছিল।
মোঃ মঞ্জুর মোর্শেদ, ০৫ জানুয়ারি, ২০২৩
৫০% ছাদ্র/ছাত্রী জন্ম নিবন্ধন করতে পারেনি। ইউনিয়ন পরিষদ দীর্ঘ সময় নিয়েও সঠিকত সময় জন্মনিবন্ধন কার্ড দেয় না। অতএব আগে শিক্ষার্থীদের জন্মনিবন্ধন অগ্রাধিকার ভিত্তিতে করার পর ইউনিক আইডির ডাটা এন্ট্রির সময় নির্ধারণ করা উচিত বলে আমি মনে করি।