মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

মোঃ রুহুল আমিন, প্রধান শিক্ষক, হারগাজা উচ্চ বিদ্যালয়, লামা, বান্দরবান।, ০৮ জানুয়ারি, ২০২৩
শিক্ষক শিক্ষকই, খন্ডকালীন আর স্থায়ী বলে পার্থক্য রেখা টানা উচিত নয়, অনেক প্রতিষ্ঠানে নিয়মিত শিক্ষক না থাকার কারণে খণ্ডকালীন শিক্ষক দিয়েই শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে হয়। তাই সকল কর্মরত শিক্ষক কে ট্রেনিংয়ের আওতায় আনা হোক।
মোঃ রুহুল আমিন, প্রধান শিক্ষক, হারগাজা উচ্চ বিদ্যালয়, লামা, বান্দরবান।, ০৭ জানুয়ারি, ২০২৩
অনেক প্রতিষ্ঠানে শিক্ষক সল্পতার কারণে খণ্ডকালীন শিক্ষক দিয়ে শ্রেণি কার্যক্রম পরিচালনা করতে হয়, এসব ক্ষেত্রে তারা প্রশিক্ষণ পাবে কিনা?
moung kyaw ching marma, ০৭ জানুয়ারি, ২০২৩
অনেক বিদ্যালয়ে দেখা যাছে অফিস সহকারীরাও দুই-তিনটি ক্লাশ নিয়ে থাকে এদেরও কি প্রশিক্ষণ হবে ?
বিনয় কুমার বিশ্বাস, ০৭ জানুয়ারি, ২০২৩
নতুন বছরের রইলো। দৈনিক শিক্ষার আমি একজন নিয়মিত পাঠক। আমি আপনার মাধ্যমে জানতে চাই যে,নতুন শিক্ষাক্রমে শিক্ষকদের প্রশিক্ষণের জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের তালিকায় আমার নাম বাদ পড়ে গেছে। এখন আমি প্রশিক্ষণ পাব কি না। দয়া করে জানাবেন। সহকারী শিক্ষক( গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান) দিনাজপুর।