মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

Abdur Rahman, ০৮ জানুয়ারি, ২০২৩
SSC,HSC পাস করেছিলাম ডিভিশনে।তাই সৃজনশীল সম্পর্কে জানার ব্যাপক আগ্রহ ছিল।রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এক বছর পড়ার সৌভাগ্য হয়েছিল।পরে খুলনা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিষয়ে পড়েছি ইংলিশ মিডিয়াম, টার্ম এবং সিজিপিএ সিস্টেমের কারণে।সেখানে উপস্হিতিতে টেন মার্কস, ক্লাস টেষ্ট এবং এ্যাসাইনমেন্টে থার্টি মার্কস এবং সামষ্টিক মূলায়নে ছিল সিক্সটি মার্ক।এছাড়া ক্লাসে পারফরম্যান্স, নিয়মিত রিপোর্ট সাবমিট এ্যাণ্ড প্রেজেনটেশন ও ভাইভা দিতে হত, ক্লাসে জটিল বিষয়ে গ্রুপ ওয়ার্ক করানো হত।ক্লাসে পড়ানোর সাথে সাথে বাড়ির কাজ দেওয়া হতো সমান তালে।এক অন্যরকম সিস্টেম যা এসএসসি বা এইচএসসিতে ছিলনা।তখনো সৃজনশীলের প্রতি আগ্রহ অটুট ছিল।তারপরে চাকরি পাওয়ার সংগ্রামের ইতিহাস অনেক বাজে এবং তিক্ত।যাইহোক, একটি বেসরকারি ডিগ্রি কলেজে তৃতীয় শিক্ষক হিসেবে নিয়োগের সুবাদে খুলনা HSTTI তে ৪০ দিনের বিষয়ভিক্তিক প্রশিক্ষণ গ্রহণ কালে সেখানে পাঠদানের সিস্টেমটা ভাল লেগেছিল।কারণ আমি এই পাঠদানের পদ্ধতির সাথে আগে থেকেই পরিচিত।কিন্তু সৃজনশীল প্রশ্ন তৈরীর গদবাঁধা কাঠামো মোটেই যুক্তিসঙ্গত মনে হয়নি।সেদিনই মনে হয়েছিল এই কাঠামোগত সৃজনশীল পদ্ধতি বেশী দিন স্হায়ী হবে না।আজ তাই হল।