মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

MD Shariful Islam, ১১ জানুয়ারি, ২০২৩
১২৫০০ টাকা বেতন স্কেলে চাকরি করে একজন শিক্ষকের কাছ থেকে কি এমন ভালো আশা করতে পারেন দুনিয়ায় যদি অবহেলিত কোন পেশা থাকে আমার মনে হয় সেটা হচ্ছে শিক্ষকতার পেশা আমি মাদ্রাসার সহকারী মৌলভী পোস্টে চাকরি করি যেখানে জেনারেল শিক্ষায় শিক্ষিত সকল শিক্ষককে প্রশিক্ষণের জন্যই মনোনীত করেছে সেখানে মাদ্রাসায় শিক্ষিত শিক্ষকরা অধিকাংশই অবহেলিত উপেক্ষিত আমার প্রতিষ্ঠানে দুইজন মাত্র মৌলবি শিক্ষক টাকার বিনিময়ে প্রশিক্ষণের জন্য মনোনীত হয়েছে
MD Shariful Islam, ১১ জানুয়ারি, ২০২৩
১৩৫০০ টাকা বেতন স্কেলে চাকরি করে একজন শিক্ষকের কাছ থেকে কি এমন ভালো আশা করতে পারেন দুনিয়ায় যদি অবহেলিত কোন পেশা থাকে আমার মনে হয় সেটা হচ্ছে শিক্ষকতার পেশা আমি মাদ্রাসার সহকারী মৌলভী পোস্টে চাকরি করি যেখানে জেনারেল শিক্ষায় শিক্ষিত সকল শিক্ষককে প্রশিক্ষণের জন্যই মনোনীত করেছে সেখানে মাদ্রাসায় শিক্ষিত
মোঃ মঞ্জুর মোর্শেদ, ০৮ জানুয়ারি, ২০২৩
প্রশিক্ষণ দরকার কিন্তু এমন প্রশিক্ষশণ না যেখানে বেশিরভাগ ট্রেইনাররা অদক্ষ।
Tanvir Ahamed, ০৮ জানুয়ারি, ২০২৩
আগে যানতাম,বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বা সর্বোচ্ছ ডিগ্রিধারী বিষয়ের অধ্যাপক গন শিক্ষাবিদ হিসেবে স্বীকৃতি পেতেন, এখন দেখতেছি অনেক, এমপিও ভুক্ত স্কুলের শিক্ষক গনও শিক্ষাবিদ হিসবে পরিচিতি পাচ্ছেন, সত্যিই এটা ভালো দিক,মাধ্যমিক পর্যায় শিক্ষকদের ও সামাজিক মূল্যায়ন হচ্ছে, আলোকিত শিক্ষক, শিক্ষাবিদ গন সমাজের শিক্ষায় বৈষম্য দুরকরুন, নাম প্রকাশে অনিচ্ছুক, পিরোজপর।
Shaiful Islam, ০৮ জানুয়ারি, ২০২৩
১২৭৫০ টাকায় যতই প্রশিক্ষণ দেন কোনো লাভ নেই। পেটে ক্ষিদা থাকলে কাজ হবে তবে , আংশিক ৷ দ্রুত বেতন বৃদ্ধির দাবি জানাই৷
Abubaker Siddique, ০৮ জানুয়ারি, ২০২৩
স্যার, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য ধন্যবাদ।যাতে বাস্তবায়ন হয় সেই প্রত্যাশায়....