সরকারি কলেজগুলিতে একাদশ শ্রেণিতে আসন সংখ্যা কমাতে হবে, পাশাপাশি জিপিএ ৪.০০ বেঁধে দিলে বেসরকারি সকল কলেজে কাম্য সংখ্যক ছাত্র ছাত্রী অত্যন্ত সুন্দরভাবে পেয়ে যাবে।
Saifur Rahman, ১২ জানুয়ারি, ২০২৩
প্রতিটি উপজেলায় একটি সরকারি কলেজ আছে। এ কলেজ গুলোতে বিপুল সংখ্যক শিক্ষার্থী ভর্তির অনুমতি প্রদান করেছে শিক্ষাবোর্ড। ফলে শিক্ষার্থীরা সরকারি কলেজে ভর্তির সুযোগ পেলে তারা আর বেসরকারি কলেজে ভর্তি হতে চায় না। মুন্সিগঞ্জ জেলার, শ্রীনগর উপজেলাধীন, শ্রীনগর সরকারি কলেজে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক তিন বিভাগ মিলে ২৩০০ জন শিক্ষার্থীর ভর্তির সুযোগ রয়েছে। ২০২২ সালে এ উপজেলা থেকে এসএসসি ও সমমান মিলে ২৬০৩ জন শিক্ষার্থী পাস করেছে। সরকারি শ্রীনগর কলেজে ২৩০০ জন ভর্তির সুযোগ পেলে অবশিষ্ট ৩০৬ জন থেকে একটা অংশ শহরের কলেজ গুলোতে ভর্তি হয়। এ উপজেলায় আরো ২টি সতন্ত্র ও ৪টি সংযুক্ত মোট ৬টি বেসরকারি কলেজ আছে এরা শিক্ষার্থী কোথায় পাবে? তাই কর্তৃপক্ষের নিকট বিনয়ের সাথে আবেদন করছি, সরকারি কলেজগুলোতে আসন সংখ্যা কমানোর জন্য। এতে সরকারি কলেজে পড়া লেখার মান ভালো হবে এবং বেসরকারি কলেজগুলো শিক্ষার্থী সংকটে ভুগবেনা।