জনাব - আসসালামু আলাইকুম।
যে সমস্ত শিক্ষক ইতোমধ্যে ২২০০০/- টাকার স্কেল পাচ্ছে + সাথে ইনক্রিমেন্টও পাচ্ছে।
এখন উচ্চতর স্কেল পাওয়ার সব শর্ত পূরণ হলেও যে কোনো বিশেষ অসুবিধার কারণে সর্বশেষ উচ্চতর স্কেল ধরাতে অর্থাৎ নির্দিষ্ট সময়ের ৪/৫ বছর পরে আবেদন করে ; তাহলে কি নির্দিষ্ট সময় পার হয়ে যাওয়ার পর দেরিতে আবেদন করলেও ঐ ৪/৫ বছরের বকেয়া টাকা পাওয়া যাবে ??
এমন সুযোগ আছে কি??
না কোনো বকেয়া টাকা পাওয়া যাবে না??
সদুত্তর আশা করছি।।
মোঃ সাইফুল ইসলাম
সিলেট
৩১-০৩-২৩
MF SAIFUL ISLAM, ৩০ মার্চ, ২০২৩
" জাল সনদ ধারী শিক্ষকদের এবং জাল সনদ প্রদান কারী প্রতিষ্ঠানের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হউক "
--- ভাবতে অবাক লাগে এখন মহান পবিত্র পেশা শিক্ষকতায় জাল সনদের ছড়াছড়ি। এরা কি মানুষ না চতুষ্পদ প্রাণী। এরা কী শিক্ষা দিবে? তার নিজেরেই তো শিক্ষা নেই। তাই অনতিবিলম্বে কঠোর ও নিবিড় অনুসন্ধানের মাধ্যমে এদের চিহ্নিত করে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ অতীব জরুরী। তা না হলে এ দেশটা চুড়ান্তভাবে নষ্টের তলানিতে চলে যাবে।।
মোঃ সাইফুল ইসলাম
সিলেট
৩১-০৩-২৩
ispahani, ০২ মার্চ, ২০২৩
আমার জানা মতে শেরপুর র অনেক মাদ্রাসা ও স্কুলে লাইব্রেরীয়ান শিক্ষকের সনদ নিয়ে গুঞ্জন আছে। প্রতিষ্ঠানগুলোতে একটু নজরদারির দরকার।
Toabur prodhan, ১৪ ফেব্রুয়ারি, ২০২৩
কেবল এক হাজার আরো ৯০০০০ হাজার রয়েছে।
Md. Rajiqul islam, ১৩ ফেব্রুয়ারি, ২০২৩
দৈনিক শিক্ষা ও আমাদের বার্তাকে অসংখ্য ধন্যবাদ। তারা অনেক চেষ্ঠা করে জাল সনদ ধারীদের বের করছে। তাদের জন্য শুভকামনা।