বর্তমান সময়ে মুদ্রাস্ফীতির চাপে ১১হতে২০ গ্রেডের শিক্ষক-কর্মচারীরা
খুবই মানবেতর জীবন যাপন
করছেন। এখন গ্রেড বৈষম্য সমন্বয় করে অন্তর্বর্তী কালীন মহার্ঘ ভাতা পদান করতঃ জাতীয় নির্বাচন ২০২৩ কে সামনে রেখে সকল শিক্ষা প্রতিষ্টান
জাতীয় করণ করলে শিক্ষা খাতে দেশ, জাতী ও শিক্ষক সমাজ দারুণ ভাবে উপকৃত হবে। যেটি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাত ধরে হতে পারে বলে আমরা ১৭ কোটি নাগরিক দৃঢ আশাবাদী। (সকল শিক্ষা প্রতিষ্টান জাতীয় করণ করা) প্রকল্পটি বাস্তবায়ন করতে পারলে প্রধান মন্ত্রী
জননেত্রী শেখ হাসিনার নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিখিত থাকবে।
Mohammad Jamal Miah, ০৯ মার্চ, ২০২৩
এক দল শিক্ষক প্রেসক্লাবের সামনে নিজেদের পেশাগত অধিকার আদায়ের জন্য প্রাণপণে চেষ্টা করে যাচ্ছে আর এক দল ঘরে বসে মহার্ঘ ভাতা দাবি করছেন। বুঝলাম না কিছু। তবে আমি দেখেছি আমাদের এ দেশে বিশেষ করে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের যারা প্রধান হয়েছেন তারা বেশিভাগই দুই নম্বরই করে প্রধান হয়েছেন। আর এজন্যই সাধারণ শিক্ষক-কর্মচারীরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত।
MOHAMMAD MOFIZUR RAHMAN, ০৮ মার্চ, ২০২৩
দ্রব্য মূল্যের সাথে বেতনের সমন্বয় করা এখন সময়ের দাবি।