মহান আল্লাহ তা‘য়ার শুকরিয়া, যে এনটিআরসিএ কে ঘুষ মুক্ত রাখছে। এনটিআরসিএ এর পরিচালকের সকলকে ধন্যাবাদ। তাদের মাধ্যমে যোগ্য শিক্ষকগণ গত চারবার থেকে নিয়োগ পাচ্ছে। আবারো শুকরিয়া আলহামদুলিল্লাহ।
আব্দুস সবুর মিয়া, ১৪ মার্চ, ২০২৩
৩৫ + নিবন্ধন ধারীদের আবেদন করতে দিলে হয়তো এতগুলো পদ ফাকা থাকতো না।আর ৩৫+ দেরও মামলা আন্দোলন করতে হত না।সর্বোপরি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক পেতেন আর স্মাট বাংলাদেশ গড়ার আর একধাপ এগিয়ে যেত জাতি।
MST. FATIMA NASRIN, ১৩ মার্চ, ২০২৩
আমরা ৫ ম নিবন্ধন যারা তা তো আবেদন করার সুযোগ পাইনি তাহলে ২য়,৩য়,৫ম ব্যাচ এদের বয়স কি করে থাকে এরা আবার কি করে সুপারিশ প্রাপ্ত হলো।
মোহাম্মদ আবু জাহেদ, ১৩ মার্চ, ২০২৩
যেখানে মহিলা কোটার প্রার্থী পাওয়া যাবেনা সেখানে যোগ্য পুরুষ প্রার্থী থাকল তাদের দিয়ে শূন্য আসন পূরণ করা উচিত। শিক্ষার্থীরা বঞ্চিত যেন না হয়। ধন্যবাদ।