প্রিয় স্যার মহোদয় আপনাকে একটি কথা জানাতে চায় যে সকল শিক্ষার্থী প্রাইমারী থেকে ৫ম শ্রেণি পাস করে স্কুলে বা মাদরাসাতে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হয়েছে তাদের তথ্য উপবৃত্তির জন্য প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট /এইচ এসপি মিস সফটওয়ারে এন্ট্রি করা যাচেছ না। শুধুমাত্র প্রাইমারী থেকে আসা শিক্ষার্থীর জন্ম নিবন্ধন সনদ নম্বর দ্বারা HSP মিস সফটওয়ারে সার্চ দিলে লিখা আসে এই আইডি দ্বারা ইতিমধ্যে আপলোড করা হয়েছে। তাহলে কি প্রাইমারী থেকে আসা শিক্ষার্থী উপবৃত্তি পাবেনা এর জন্য দায়ী কে বা এর সমাধান কি ? আপনার মাধ্যমে জানতে চায়। বিষয়টি অতি জরুরী