জাল সনদ আর জাল সনদ শুনতে শুনতে বিরক্ত লাগছে ! এই জাল সনদ কারা বানাচ্ছে এবং দিচ্ছে তাদের ধরে চিহ্নিত করা হোক ! লোকমুখে শুনতে পাই একবার নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণ করে পাস না করেও ও-ই রোল নম্বর দিয়ে সনদ বানিয়ে ফেলে এবং চাকরিও করছে ! এই অবস্থার সমাধান করা হোক । আর কারো বাপের করা প্রতিষ্ঠানে যোগ্যতা থাকলে চাকরি পাবে এটা সমস্যা না কিন্তু যোগ্যতা না থাকলেও এই সেই কারণ দেখিয়ে প্রতিষ্ঠানকে পারিবারিক প্রতিষ্ঠান বানিয়ে ফেলে এর কোন সমাধান কি আছে ?
A H M Shanaul Haque, ২৭ মার্চ, ২০২৩
শুধু শিক্ষকগণের ক্ষেত্রেই নয়, প্রশাসনেও কিছু জাল সনদধারী চাকরিরত থাকতে পারে