শাহ আলম,সহ: শি: কম্পিউটার, ভেবড়া ইসলামিযা আলিম মাদ্রাসা, পীরগঞ্জ, ঠাকুরগাও।, ২০ এপ্রিল, ২০২৩
ছয় মাসের ডিপ্লোমা দিয়ে নিবন্ধনকৃত এমপিও ভুক্ত শিক্ষক উপজেলার একজন সেরা আইসিটি শিক্ষক। শুধু চার বছরের ডিপ্লোমা থাকলেই সে অভিজ্ঞ এটা ভুল কথা । অভিজ্ঞতা একটা অন্য জিনিস। বই পড়ে সাতার কাটার কোর্ষ শেষ করে যখন বাস্তব পানিতে নামতে যায় তখন সে পানিতে ডুবে যায়। তাই বিদ্যা নিয়ে অহংকার করে কথা বলা ঠিক নয়। সব সময় ৬+৬ যোগ করলে ১২ হবে এমন কথা নয়, অনেক সময় ৫+৭ যোগ করেও ১২ হয়, আবার ০ সাথে ১২ যোগ করলেও বার হয়। তাই পাশ করা বিদ্যা বড় বিদ্যা নয়।
সন্দীপ ব্যানার্জী, ১৯ এপ্রিল, ২০২৩
৬ মাসের কোর্স করে যারা বর্তমানে আইসিটি শিক্ষক হিসেবে কর্মরত আছে তাদের কি হবে? তারাও তো নামমাত্র আইসিটি বিশেষ অজ্ঞ। হায়রে ডিজিটাল!
Tabiatkowser, ১৯ এপ্রিল, ২০২৩
তাহলে জোড়া তালি দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে আইসিটি বিষয় পড়ানো হলে এই বিষয়ের শিক্ষার্থীদের নিকট ভবিষ্যতে কি ফলাফল আশা করা যায়। যেহেতু এই বিষয়ের শিক্ষকদের চেয়ে অন্য বিষয়ের শিক্ষকরা শিক্ষার্থীদের ভালো পাঠদান করতে পারবে কি? তার ক্ষেত্রে বড় একটি প্রশ্ন রয়েছে। তাই সরকারের উচিত শিক্ষার্থীদের স্বার্থে আইসিটির ব্যাপারে শিথিলতা আনা খুব প্রয়োজন।