মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

.H.M.Akramul islam, ২৩ এপ্রিল, ২০২৩
আমার মনে হয় এখানে কোন ব্যক্তিগত রেস আছে। তিনি ২০ বছর ধরে চাকুরী করেছে। কোন অডিট ধরল না এবারে কেন ধরা হল?
MD ABDUL MANNAN, ২৩ এপ্রিল, ২০২৩
শিক্ষা প্রশাসন খুব দ্রুত সংস্কার করা দরকার।
Jahangir alam chowdhury, ২৩ এপ্রিল, ২০২৩
বেসরকারি স্কুল, কলেজ,মাদ্রাসার নিম্ন পর্যায়ে কর্মচারী নিয়োগ এক বিশাল বাণিজ্য হয়ে পড়েছে। এক শ্রেণির এম,পি রা এই অবৈধ বাণিজ্যের জন্য তাদের পছন্দ মত ব্যাবস্তাপনা কমিটির সভাপতি নিয়োগ দিয়ে ঘুষ বাণিজ্যের মহাসমারোহ ভাবে কাজ চালিয়ে যাচ্ছে। যে সমস্হ প্রতিষ্টানে তথাকথিত নিয়োগপ্রাপ্ত সভাপতি কোন সময়ে বা কোন কালেই ঐ প্রতিষ্ঠানের একটা ইট দিয়ে ও সাহায্য করে নাই তারা শুধু ক্ষমতা বলে রাতারাতি সভাপতি হয়ে শুধু মাএ নিয়োগ নিয়ে ব্যাস্ত হয়ে পড়েছে। ঝারুদার পিওন পোস্টে ১০/ ১৫ লক্ষ্য টাকা নেবার উদাহরণ হয়ে পড়েছে। এমন প্রবনতা যদি চলতে থাকে আগামীতে আর ও অনৈতিক কাজ চলতে থাকবে।বিষয়টি সকলেই জানে শিক্ষক এলাকাবাসী ভয়ে কেহ প্রতিবাদ করেনা।তাই অবিলম্বে সংশ্লিষ্ট মন্ত্রীসহ মাননীয় প্রধামন্ত্রীর হস্তক্ষেপ জরুরি হয়ে দাড়িয়েছে।
Mohammad Shafiqul Islam, ২২ এপ্রিল, ২০২৩
ঘুস দিলে সব ম্যানেজ হয়ে যাবে।শুধু শিক্ষককে শাস্তি দিলে হবে না। সংশ্লিষ্ট সকলকে শাস্তির আওতায় আনতে হবে।
mohd.suza uddin, ২২ এপ্রিল, ২০২৩
সেই সময় প্রধান শিক্ষক হওয়ার জন্য তিন বছরের সহকারী প্রধান শিক্ষক অভিজ্ঞতা দরকার ছিল না।
Md.Rafiqul Islam, Assistant Headmaster, Shaitpakia Secondary School, Nalchity, Jhalakathi, ২২ এপ্রিল, ২০২৩
আবেদন পত্র বাছাই থেকে শুরু করে ডিজি পর্যন্ত এমপিও প্রদানকারী সংশ্লিষ্ট সকলকে আইনের আওতায় আনতে হবে।