মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

MF SAIFUL ISLAM, ০৮ মে, ২০২৩
MD. SAIFUL ISLAM, SYLHET 08/05/23 মাউশি'র এমন উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় - এজন্য মাউশি - কে অভিনন্দন। সেই সাথে আর কিছু মৌলিক পদক্ষেপ গ্রহণ করলে তা জাতির জন্য মংগলজনক হবে বলে আমার অভিমত :-- ১. শিক্ষকতা পেশায় নিয়োজিত সকলকে নিয়মশৃঙ্খলা মানতে বাধ্য করা এবং এর ব্যতয় হলে বাধ্যতামূলক শাস্তির বিধান নিশ্চিত করা। ২.মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে যে কোন প্রকার রাজনীতি চুড়ান্তভাবে নিষিদ্ধ করতে হবে। ৩. রাষ্ট্রীয়ভাবে দলমত নির্বিশেষে সকল রাজনৈতিক দলকে ঘোষণা দিতে হবে যে - মাধ্যমিক পর্যায়ে তাদের কোনো প্রকার অংগ সংগঠন থাকবে না। ৪.নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে অযোগ্য শিক্ষক / শিক্ষিকা - কে বাধ্যতামূলক/ শর্তসাপেক্ষে অবসরে যাওয়া নিশ্চিত করতে হবে। ৫. কোনো অজুহাত বা রাজনীতির কূটকৌশল বাস্তবায়নের মাধ্যমে মাধ্যমিক স্তরের শিক্ষকদের জীবন-মান উন্নয়নের নিশ্চয়তা বিধানের লক্ষ্যে মানসম্মত আলাদা বেতন কমিশন গঠন ও তা বাস্তবায়ন নিশ্চিত করতে হবে সবার আগে। # মানসম্মত বেতন না দিয়ে উপরোক্ত প্রস্তাবসমূহ সুষমভাবে বাস্তবায়ন সূদুর পরাহত - এক কথায় জোড়াতালি দিয়ে সুশিক্ষিত জাতিগঠন কখনই সম্ভব নহে। অভিজ্ঞতার আলোকে উপরোক্ত প্রস্তাব সমূহ লিখিত হলো।। মোঃ সাইফুল ইসলাম সিলেট। মোবাইল :01316-155334
Shree saral roy, ০৮ মে, ২০২৩
এখানে কোন সমাধান তো হলো না।এটা কোন নতুন সমস্যা নয়,এখন শুধু বেড়ে গেছে।
Md. Akramul Hoque, ০৮ মে, ২০২৩
কর্মকর্তাদের প্রতিষ্ঠানে পদচারনা বৃদ্ধি করার বিকল্প নেই।