মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

Mohammad Shafiqul Islam, ৩১ মে, ২০২৩
প্রতিষ্ঠান প্রধান নিয়োগ ntrca এর মাধ্যমে করা হোক।
zakir hossain, ২৮ মে, ২০২৩
প্রধান শিক্ষক নিয়োগে, সহকারী প্রধান শিক্ষক (পে-কোড ৮) এর সহিত সিনিয়র শিক্ষক (পে-কোড ৮) অথবা অনার্স-মাষ্ট্রার্স,বিএড,এমএড ডিগ্রি ধারীদের প্রধান শিক্ষক নিয়োগে আবেদন করার সুযোগ দেওয়ার আবেদন করছি। একাধিক তৃত্বীয় বিভাগ যেহেতু সুযোগ রাখা হয়নি তাই ভালো ফলাফল ধারীদের ( 1ম বিভাগ,অনার্স-মাষ্ট্রার্স,বিএড,এমএড ) উৎসাতি করা প্রায়োজন।তাই নিয়োগ প্রক্রিয়াটি প্রতিযোগিতামূলক করার লক্ষে সহকারী প্রধান শিক্ষক (পে-কোড ৮) এবং সিনিয়র শিক্ষক (পে-কোড ৮) উভয়কে অথবা অনার্স-মাষ্ট্রার্স,বিএড,এমএড ডিগ্রি ধারীদের প্রধান শিক্ষক নিয়োগে আবেদন করার সুযোগ দিয়ে নীতিমালয় সামঞ্জস্যতা বিধানের আবেদন করছি।
MD. MASUD RANA, ২৮ মে, ২০২৩
প্রশাসনিক পদঃ- সহঃসুপার, সুপার, উপাধ্যক্ষ, অধ্যক্ষ পদের নিয়োগে বি এড ও এম এড ডিগ্রী অর্জন কারীদের অগ্রাধিকার প্রদান করা হোক। কামিল ১ম শ্রেণি/সিজিপিএ ৪.০০নির্ধারণ করা হোক।
Md.Siddique, ২৮ মে, ২০২৩
ভালো হচ্ছে ।
মোঃ মনিরুল ইসলাম, ২৮ মে, ২০২৩
হাইস্কুলের মাওলানা শিক্ষকগণ সহকারী সুপার হতে পারবে কিনা। পারলে কিভাবে? দৈনিকশিক্ষা পত্রিকার মাধ্যমে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি। এই বিষয়ে সমাধান দিলে উপকৃত হব।
mohammad abdus salam, ২৮ মে, ২০২৩
মাদ্রাসার প্রশাসনিক পদে জেনারেল শিক্ষকদের নিয়োগ সহ স্কুল, কলেজে ও মাদ্রাসার একই বিষয়ের পদ গুলোর নিয়োগ যোগ্যতায় সমতা আনয়নসহ নিয়োগ উম্মুক্ত করে বদলির ব্যবস্থা করা একান্ত প্রয়োজন। প্রশাসনিক পদ সহ সকল পদে মাদ্রাসা থেকে স্কুল -কলেজে বা স্কুল কলেজ থেকে মাদ্রাসায় নিয়োগ / বদলির ব্যবস্থা একান্তই প্রয়োজন।
Md. Anowar Hossain, ২৭ মে, ২০২৩
প্রশাসনিক পদ গুলো তে ntrca এর অধীনে নিয়োগের ব্যবস্থা করতে হবে