মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

Tabiatkowser, ০৮ জুন, ২০২৩
বর্তমানে নতুন প্রজম্মের যারা নিয়োগ পাচ্ছেন কিংবা নিয়োগ দিচ্ছে শিক্ষার্থীদের অভিভাবকগণ মনে করেছিল তাদেরকে প্রাইমারি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ দিলে হয়তো দেশের বুনিয়াদি শিক্ষায় স্থবিরতা কাটিয়ে প্রাইমারি শিক্ষা একটা নতুন মুখ দেখবে। কিন্ত আশায় গুড়েবালি।প্রাইমারি শিক্ষায় পরিবর্তন তো দূরের কথা অতিতে যারা নিয়োগ পেয়ে চাকুরি থেকে অবসর নিয়েছে কিংবা যারা চাকুরী করে যাচ্ছেন তাদের মত যারা বর্তমানে নিয়োগ পেয়ে তারাও পূর্বের শিক্ষকদের পথ অনুসরণ করে যাচ্ছে। কোথায় গেল মানুষের নীতি নৈতিকতা? উল্লেখ্য যে বর্তমানে যারা প্রাইমারিতে নিয়োগ পাচ্ছেন তারা শিক্ষার্থীদের পড়াশোনার জন্য যেখানে গবেষণা করার কথা, সেখানে উল্টো তারা মোবাইল গবেষণা নিয়ে ব্যস্ত। মনে হয় যে এই শিক্ষকরা মোবাইল এর উপর পিএইচডি ডিগ্রি লাভের জন্য সদা চেষ্টা চালিয়ে যাচ্ছে।তাই প্রাইমারি শিক্ষাকে কঠোর আয়ত্বে সরকারের কঠোর হস্তক্ষেপ কামনা করছি।
Tabiatkowser, ০৮ জুন, ২০২৩
দেশের রেজিষ্টার্ডকৃত অধিকাংশ শিক্ষক যারা কোন চাকুরী না পেয়ে বিভিন্ন উপায়ে এসব প্রাইমারী স্কুলের শিক্ষক হয়ে যায়। পরবর্তীতে এদের চাকুরী জাতীয় করণ ও হয়ে যায়। এ ছাড়া আরো আগে যারা প্রাইমারি চাকুরিতে যারা ঢুকেছে তাদের শিক্ষার যোগ্যতা ও পাঠদানের মধ্যেও ঘাটতি রয়েছে। কেননা অনেক শিক্ষক আছেন যারা ঠিকমতো শুদ্ধ বর্ন মালা উচ্চারণ পর্যন্ত জানেন না। তাহলে এসব শিক্ষকরা কিভাবে শিক্ষার্থীদের ভালো পাঠদানের আশা করতে পারেন? নিরপেক্ষ বিচার করলে দেখবেন কেজি নার্সারি এবতেদায়ী মাদ্রাসায় প্রাইমারির তুলনায় লেখাপড়া হাজার ভাল অবস্থায় আছে। শিক্ষা যেহেতু মৌলিক অধিকার। তাই সন্তানদের শিক্ষাদানের জন্য পিতামাতারা চাইবেন যে যেখানে ভালো শিক্ষা সেখানে নিজের সন্তানকে দেয়ার জন্য। তাই সরকার প্রতি বছর শিক্ষকদের এত বেতন বাড়ানোর পর শিক্ষকরা কি তাদের স্বভাব আদৌ পরিবর্তন করতে পেরেছে কি? এক কথায় পারেনি আর পারার চেষ্টা ও করেনি। তাই আঙ্গুল বাকা করতে হবে। অর্থাৎ তাদের চাকুরির ক্ষেত্রে কড়াকড়ি মনিটরিং করার জন্য সরে জমিনে খবরদারি ছাড়া আর কোন বিকল্প ব্যবস্থা আছে বলে মনে হয় না।
Tabiatkowser, ০৮ জুন, ২০২৩
ইউরোপিয়ান ইউনিয়নের সহযোগিতায় এনসিটিবি পরিচালিত এ গবেষণা জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ের বিরুদ্ধে হবার নয়। বরং তারা শিক্ষার উন্নয়নে পরামর্শ দিয়েছেন মাত্র। এক কথায় বর্তমানে প্রাইমারির শিক্ষা খুবই খারাপ। শিক্ষা ব্যবস্থায় এ ধরনের ঢিলেঢালা পদক্ষেপ চালু থাকলে দেশের এই বুনিয়াদি শিক্ষা কোথায় গিয়ে টেকবে একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না।