মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

মোঃ আনিছুর রহমান, ৩০ জুলাই, ২০২৩
আজকে যারা দেশের সর্বোচ্চ পদে রয়েছেন তারা কি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে সবাই সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাশ করেছেন? সবাই বলতে পারবেন না। তাহলে যে শিক্ষকদের কাছে শিক্ষা লাভ করে আজ দেশের সর্বোচ্চ পদে আসীন আছেন, কেন তাদের প্রতি আপনাদের এত অবহেলা। যাদের অবদানে আজ আপনারা জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে পরিচিত তাদের প্রতি কি আপনাদের কোনোই দায়িত্ব নেই। পিতামাতা সন্তান জন্ম দেয়, আর তাদেরকে মানুষ হিসেবে তৈরি করে শিক্ষক নামের এক অবহেলিত জাতি। তাদেরকে অভুক্ত রেখে আপনার কিভাবে পেট পুরে খেয়ে তৃপ্তির ঢেকুর গিলেন, একটু ভাবুন তো!
পিয়াল সরকার, ১৫ জুন, ২০২৩
নন এমপিও শিক্ষক এই শব্দটি বাংলাদেশের উন্নয়নের অভিধানে এক কলঙ্ক হয়ে আছে। শিক্ষককে অভুক্ত রেখে দেশ কখনো উন্নত হতে পারে না । আশাকরি মাননীয় প্রধানমন্ত্রী বিষয়টি অনুধাবন করে মানবিক বিবেচনায় এই ননএমপিও অভিশাপ থেকে আমাদের মুক্তি দেবেন।
Md. Badsha Ali, ১৪ জুন, ২০২৩
To The Pri-Minister , Education Minister এমপিও নীতিমালার শর্ত শিথিল করে স্বীকৃতিপ্রাপ্ত সব ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠান একযোগে এমপিওভুক্তি Korun , Only 2561 Institute