এই বছরের বাকী ছয় মাস আমরা কত যে মধুর কথা শুনতে পাব তার হিসাব নাই। এই দেশে শিক্ষকদের মর্যাদা বুঝার মত কোন নেতা নাই।
Burhan Uddin, ১৮ জুন, ২০২৩
“এক জনের পেট চালানো দায়, পুরো সংসার তো বহুদূর”- এমন ফকিন্নি মার্কা বেতন-ভাতা দিয়ে শিক্ষকদের থেকে স্মার্ট নাগরিক গড়ার আশা করা বেআক্কেলের কাজ। পেটের ক্ষুদা নিয়ে তৈরি করা স্মার্ট নাগরিক হয়তো তখন মন্ত্রীর নাম বলতেই মঞ্চ ভেঙ্গে যাবে। শিক্ষকদের খাটিয়ে আপনারা স্মার্টভাবে চুরি করতে থাকেন। গো অ্যাহেড।
রনজীৎ মন্ডল, ১৭ জুন, ২০২৩
সেই কারিগরদের বেতন ১২৫০০ টাকা।
MD:Nazmul Huda, ১৭ জুন, ২০২৩
শিক্ষামন্ত্রী আপনি শিক্ষকদের বেতনের কিছু একটা করে যান। নচেৎ শিক্ষকসমাজ আপনাকে নিয়ে অনেক রকমের মন্তব্য করবে, যা আপনি পরে আফসোস করবেন। এতদিন শিক্ষামন্ত্রী থাকলেন আর বোনাসটাও দিতে পারলেন না।আবার গবেষনার দোহায় দিয়ে জাতীয়করণ ও দিলেন না!
Md. Shahabul Islam, ১৭ জুন, ২০২৩
শিক্ষকদের যথাযথ সম্মান, আর্থিক স্বচ্ছলতা নিশ্চিত করার পর চিন্তা কইরেন স্মার্ট বাংলাদেশ তৈরী। তা না হলে আপনাদের স্বপ্ন অধরাই রয়ে যাবে। মনে রাইখেন, " পেটে খেলে পিঠে সয় "। আপনি গবেষণামন্ত্রী হয়েই থাকেন, আর গবেষণা করতে থাকেন। হাগল শিক্ষামন্ত্রী।